অ্যান্ড্রু কিশোরের ফের কেমোথেরাপি শুরু

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
পেস্ন-ব্যাক সম্রাটখ্যাত বাংলাদেশের সংগীতাকাশের উজ্জ্বল নক্ষত্র অ্যান্ডু্র কিশোর পাঁচ মাস ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, অ্যান্ড্রু কিশোরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শনিবার থেকে ফের কেমোথেরাপি দেয়া শুরু করেছেন চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস। অ্যান্ড্রু কিশোরের স্নেহভাজন এ কণ্ঠশিল্পী জানান, চিকিৎসার শুরুতে জানানো হয়েছিল, অ্যান্ড্রু কিশোরকে ৬টি সাইকেলে ২৪টি কেমোথেরাপি দিতে হবে। এরই মধ্যে তার ১৭টি কেমো সম্পন্ন হয়েছে। এবার শুরু হলো ১৮তম কেমোথেরাপি। এটা শেষ হলে আরো বাকি ৬টি কেমো। আশা করা হচ্ছে চিকিৎসা শেষে সুস্থ হয়ে সবার মাঝে ফিরবেন দাদা। তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। মোমিন বিশ্বাস বলেন, চিকিৎসকরা আমাদের জানিয়েছিলেন ফেব্রম্নয়ারি মাসের শেষের দিকে সব কেমোথেরাপি দেয়া শেষ হবে।