সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
আব্বাস উলস্নাহ শিকদারের মৃতু্যতে স্তব্ধ চিত্রপুরী না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে ব্যবসাসফল ছবি 'বেদের মেয়ে জোসনা'র প্রযোজক আব্বাস উলস্নাহ শিকদার। শনিবার সন্ধ্যায় রাজধানীর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃতু্যকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তার মৃতু্যতে শোকে স্তব্ধ চিত্রপুরী। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু ও পরিচালক সমিতির সাংগঠনিক সচিব কাবিরুল ইসলাম রানা সাংবাদিকদের তার মৃতু্যর খবর নিশ্চিত করেছেন। খোরশেদ আলম খসরু বলেন, 'আব্বাস উলস্নাহ ভাই দুই বছর ধরে অসুস্থ ছিলেন। তার স্মৃতিশক্তি লোপ পেয়েছিল। তিনি কাউকে চিনতে পারছিলেন না। নিয়মিত চিকিৎসার মধ্যেই ছিলেন। কিন্তু শনিবার আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন।' আব্বাস উলস্নাহ শিকদারের মৃতু্যতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন। আব্বাস উলস্নাহ শিকদার 'বেদের মেয়ে জোসনা', 'পাগল মন', 'মনের মাঝে তুমি', 'মোলস্নাবাড়ির বউ', 'জ্বী হুজুর'সহ দর্শক নন্দিত চলচ্চিত্র প্রযোজনা করেছেন। তিনি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দমেলার অন্যতম কর্ণধার ছিলেন। তার বাবা ছিলেন সাবেক বনানী পৌরসভার চেয়ারম্যান।