আরও এক নতুন পরিচয়ে আসিফ

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
আসিফ আকবর
গায়ক থেকে নায়ক, এরপর মডেল। এত পরিচয়ের পর আরও একটি নতুন পরিচয় যোগ হচ্ছে বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর। এবার লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। আসন্ন অমর একুশে বইমেলা-২০২০'-এ আসিফের লেখা 'পোটকরা টু ম্যানহাটান' নামের একটি বই প্রকাশ হবে। এই তথ্য নিশ্চিত করেছেন আসিফ নিজেই। সম্প্রতি বই প্রকাশ নিয়ে দীর্ঘ এক স্ট্যাটাসও দিয়েছেন তিনি। সেখানে আসিফ লিখেছেন, লেখালেখি আমার কাজ নয়, আমি পড়তে ভালোবাসি। এবার সেটা যে কোনো বই, ধর্মগ্রন্থ কিংবা পত্রিকা হতে পারে, অংক বিজ্ঞান ছাড়া। ছোটবেলা থেকেই লাইবেরি যাওয়া-আসার চর্চা ছিল, আমার নিজেরই বড় লাইব্রেরি রয়েছে। আমাদের পরিবারে সবারই কম-বেশি পড়াশোনার অভ্যাস আছে। বিশেষ করে আম্মার কাছ থেকেই আমাদের এই চর্চাটা শেখা। বইয়ের নাম প্রসঙ্গে 'ও প্রিয়া তুমি কোথায়'খ্যাত গায়ক লেখেন, আমাদের ছোট্ট গ্রামটির নাম পোটকরা। অনেক পশ্চাৎপদ এই গ্রাম থেকেই উঠে এসেছেন আমার বাবা। চরম প্রতিকূলতা পেরিয়ে তিনি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট। উচ্চশিক্ষিত হওয়ার অদম্য আকাঙ্ক্ষা থেকেই সমস্ত বাধা পায়ে মাড়িয়ে সফল হয়েছিলেন আব্বা। আমাদের পরিবার উনার পদাঙ্ক অনুসরণ করেই আজ সমাজে প্রতিষ্ঠিত। আমার শৈশব কৈশোরের দুরন্ত সময়গুলো কেটেছে পোটকরায়। ওই স্ট্যাটাসে আসিফ আরও উলেস্নখ করেন, কুমিলস্না শহরে পড়াশোনা এবং বেড়ে উঠলেও পোটকরার মাটির সোঁদা গন্ধ আজও আমার গায়ে মেখে আছে। আমি গায়ক আসিফ হয়ে নাম কামিয়েছি, আমার সাফল্যে উচ্ছ্বসিত আমাদের একান্নবর্তী পরিবার এবং গ্রামের মানুষ। পৃথিবীর বহু দেশ ভ্রমণের সৌভাগ্য হয়েছে এই গানের সুবাদে। আমেরিকার ম্যানহাটানে পৌঁছেই নীল আর্মস্ট্রংয়ের মতো বিজয়ের পতাকা উড়িয়েছি মনে মনে, ভুলেও ভুলে যাইনি পোটকরা গ্রামটাকে। তিনি আরো লেখেন, ফেসবুকে আসার মাধ্যমে আমার ফ্যানদের সঙ্গে যোগাযোগের একটা রাস্তা হলো। আসছে ২০২০-এর বইমেলায়।