ফিরলেন ফয়সাল

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
ছোটপদার্য় ফিরলেন ৯০ দশকের জনপ্রিয় মডেল মোহাম্মদ ফয়সাল আহসানউল্লাহ্্। তিনি দীঘির্দন নিজেকে প্রচারের আলো থেকে দূরে রেখেছেন। তবে মাছরাঙা টেলিভিশনে ঈদের বিশেষ ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা যাবে তাকে। রুম্মান রশীদ খান ও লাবণ্যর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের পঞ্চম দিন সকাল ৭টা থেকে ৮টায়। প্রযোজনা করেছেন রাকিবুল আলম ও জোবায়ের ইকবাল। এ অনুষ্ঠানেই ফয়সাল জানান, পুরনো ঢাকার হাফিজউল্লাহ রোডের জমিদার বাড়িতে বড় হয়েছেন তিনি। তার পূবর্পুরুষরাই ‘আহসান মঞ্জিল’ তৈরি করেছিলেন। ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রলীগের ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। কম্বাইন্ড স্পোটির্ং ক্লাব, ঢাকা ওয়ান্ডাসর্ ক্লাব, ঊষা ক্রীড়া চক্রের হয়ে টানা ১০ বছর হকি খেলেছেন তিনি। বতর্মানে সাবেক হকি খেলোয়াড়দের সংগঠন ‘ভ্যাটারান হকি বাংলাদেশ’-এর সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন। বাংলাদেশে ফয়সালই প্রথম ওপেন কিচেন রেস্টুরেন্ট চালু করেন। বতর্মানে রেস্টুরেন্ট, বুটিক হাউস ও এক্সপোটর্ অ্যান্ড ইমপোটর্-এর ব্যবসায় নিজেকে নিয়োজিত রেখেছেন। ফয়সাল বলেন, ‘এমনও দিন গেছে যখন সকাল বেলা আমাকে রাজনীতির মিছিলে দেখা গেছে। দুপুরে ঊষা ক্লাবের হয়ে মোহামেডানের বিপক্ষে হকি খেলেছি। সন্ধ্যায় মৌয়ের সঙ্গে র‌্যাম্পে হেঁটেছি। ক্যারিয়ারের এ পযাের্য় আসার পেছনে মডেল পল্লব, নিমার্তা আফজাল হোসেন ও অভিনয়ের জন্য মোস্তফা সরয়ার ফারুকীকে স্মরণ করেন তিনি। ফারুকীর ‘ওয়েটিং রুম’ টেলিফিল্ম দিয়ে ফয়সাল অভিনয় শুরু করেন। ওই টেলিফিল্মের জন্য ওপার বাংলা থেকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারও পেয়েছিলেন। বেশকিছু চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন। খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’ চলচ্চিত্রে ফেরদৌস অভিনীত চরিত্রটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধও হয়েছিলেন। আমেরিকা যাবার কারণে ছবিটি তাকে ছেড়ে দিতে হয়। ফয়সাল বলেন, ‘বিনোদন জগতের বন্ধুদের খুব মিস করি। তবে আমি এখন বেশ ভালো আছি। ছোটবেলা থেকে মানুষের জন্য কাজ করতে চেয়েছি। সারাজীবন সেভাবেই থাকতে চাই। অভিনয় কিংবা মডেলিংয়ে ফেরার আর সম্ভাবনা নেই বললেই চলে।’