লাক্সকন্যা বিদ্যা সিনহা মিম। শুরুর দিকে চিত্রপুরীতে তার অবস্থান নড়বড়ে থাকলেও সম্প্রতি সময়ে ঘুরে দাঁড়িয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে 'আমার আছে জল', 'জোনাকির আলো', 'তারকাঁটা' ও 'সাপলুডু'র মতো সিনেমা তিনি উপহার দিয়েছেন। স্বমহিমায় কাজ করছেন ওপার বাংলার ছবিতেও। হাতে আছে দুই জোড়া দেশীয় ছবির কাজ। বিভিন্ন বিষয়ে কথা হলো তার সঙ্গে...

পুরস্কারপ্রাপ্ত বেশিরভাগ চলচ্চিত্রই বাণিজ্যিকভাবে ব্যর্থ

সাক্ষাৎকার

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বিদ্যা সিনহা মিম
বিচার বিশ্লেষণ করি না... খুব বেশি বিচার বিশ্লেষণ করে কাজ করি না আমি। এ পর্যন্ত যে কয়টি সিনেমাতে কাজ করেছি, তার মধ্যে কয়েকটি হিট হয়েছে আবার কয়েকটি হয়নি। তবে সেসব সিনেমাতে অভিনয়ের জন্য আমি প্রশংসা পেয়েছি। যেমন 'পদ্ম পাতার জল' ছবিটি ব্যবসায়িকভাবে খুব বেশি সফল হয়নি। এর পরেও এ ছবিটি যারাই দেখেছেন আমার প্রশংসা করেছেন। অনেকেই আবার 'পদ্ম পাতার জল' ছবিটিকে আমার ক্যারিয়ারের শ্রেষ্ঠ ছবি হিসেবে উলেস্নখ করেছিল সে সময়। পুরস্কারপ্রাপ্ত সিনেমা সাড়া পায় না... বেশিরভাগ সময়ই দেখা যায় অ্যাওয়ার্ড পাওয়া সিনেমা বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। খুব একটা সাড়া পায় না। কারণ এসব সিনেমা নির্মাণের আগেই অ্যাওয়ার্ডের বিষয়টি ভেবে নির্মাণ করা হয়। ফলে এসব সিনেমার ভাষা সাধারণ মানুষ সহজে বুঝতে পারে না। একটু লক্ষ করলেই দেখা যাবে, এ পর্যন্ত যতগুলো সিনেমা অ্যাওয়ার্ড পেয়েছে কোনোটিই সুপার হিট নয়। উদাহরণ দিয়ে বলতে গেলে তিশা আপু (নুসরাত ইমরোজ তিশা) 'অস্তিত্ব' সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল। সেটা কি বাণিজ্যিকভাবে খুব বেশি হিট। তা কিন্তু নয়। এরকরম আরও আছে। পারিশ্রমিক কম পাব কেন? দেখতে দেখতে ক্যারিয়ারের দশ বছর অতিক্রম করেছি। দশ বছর ধরে একটি জায়গা ধরে রেখেছি। নিশ্চয়ই আমার অভিজ্ঞতার মূল্য রয়েছে। সে জায়গাটি থেকেই আমার পারিশ্রমিক বাড়িয়েছি। সবকিছুরই দাম বাড়ছে। শিল্পীরা কেন পারিশ্রমিক কম পাবে? মেকআপ ছাড়া অভিনয় করেছি... আমার মুক্তি প্রতীক্ষিত কয়েকটি সিনেমা রয়েছে। তার মধ্যে 'পরাণ' সিনেমাটি অন্যতম। এতে আমি প্রথমবারের মতো মেকআপ ছাড়া অভিনয় করেছি। মফস্বলের দারুণ একটি গল্প নিয়ে এ সিনেমাটি নির্মাণ করা হয়েছে। দর্শকরাও এ ছবিতে ভিন্ন কিছু দেখতে পাবেন।