সা ক্ষা ৎ কা র

ভালো লাগা কাজের সংখ্যা কম

টিভি ও চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভ। কয়েক বছর ধরে আলোচনায় থাকলেও 'ঢাকা অ্যাটাক' দিয়ে প্রথমবার সুপারহিটের তকমা গায়ে লাগে। এতে দুর্দান্ত অভিনয়ের সুবাদে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও বগলদাবা করেছেন। গত বছর মুক্তি পাওয়া 'সাপলুডু'ও মধ্যম মানের ব্যবসা করে। নানা বিষয় কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
আরিফিন শুভ
সব ধরনের কাজ করতে চাই... বেছে বেছে কাজ করি বিষয়টি এমনটি নয়। আমি চাই সব ধরনের কাজ করতে। তবে কখনো কখনো কিছু গল্পের প্রতি আগ্রহ জন্মে না। যে কাজটি মন থেকে সায় দেয় না, সে কাজটি স্বাভাবিকভাবেই করতে পারি না। আমাদের এখানে কাজ করার জন্য হয়তো অনেকেই কাজ করে যায়। কারণ কাজ করতেই হয়। তবে আমি সেটা পারি না বলেই অনেকে মনে করে আমি সিলেকটিভ। এ ধারণাটি সম্পূর্ণ ভুল। আমি এমন নই। আমার কাছে যদি এমন গল্প আসে, যেটা আমি প্রত্যেক মাসেই নিতে পারি তাহলে সবই করবো। সত্যি বলতে আমার কাছে এমন কাজই আসে কম। একটু খোলসা করে বললে, প্রস্তাব পাওয়া কাজগুলোর মধ্যে ভালো লাগা কাজের সংখ্যা কম। চলচ্চিত্রের হাওয়া বদল হবে... চলচ্চিত্রে সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছে। ভালো কাজ করছে। উল্টো আমার কাজই ভালো হচ্ছে না। আমি আর অন্যদের নিয়ে কি বলব? তবে আমার বিশ্বাস, অচিরেই বাংলা চলচ্চিত্রের হাওয়া বদল হবে এবং হচ্ছেও। ভালো ভালো ছবি নির্মাণ হচ্ছে। আস্তে আস্তে এর সংখ্যাটাও বাড়বে। বাংলা সিনেমায় আগে কখনো হয়নি... সাপলুডুর পর সম্প্রতি মিশন এক্সটিম-এর বাকি কাজটুকু শেষ করলাম। এখানে একটি টুইস্ট কাজ করেছে। একসঙ্গে এর সিকুয়্যালের কাজও হয়েছে। যা বাংলা সিনেমায় আগে কখনো হয়নি। এটি আগামী ঈদে আসছে। এ ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। ভালো কিছু উপহার দিতে চাই... গত বছর প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এটি আমার ক্যারিয়ারের অন্যতম সংযোজন। এ সম্মাননা পাওয়ার পর আমি চাইবো দর্শকের আরও ভালো কিছু উপহার দিতে। কাজের বিষয় আরও দায়িত্বশীল হবো।