নতুন ধারাবাহিকে ভাবনা

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
আশনা হাবিব ভাবনা
নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। শিশুতোষ এ ধারাবাহিক নাটকের নাম 'বোকাভূত'। এতে ভাবনাকে দেখা যাবে নাবিলা চরিত্রে। যিনি মালয়েশিয়ায় পড়াশোনা করছেন। ছুটিতে বাড়ি আসার পর তার খাটের নিচেই এক বোকা ভূতের দেখা মেলে! শুরু হয় মূল গল্প। নাটকটি পরিচালনা করছেন অনিমেষ আইচ। এটি প্রচার হবে দুরন্ত টিভিতে। এ ধারাবাহিকটি নির্মিত হচ্ছে একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে। এটিতে আজিজুল হাকিমকে দেখা যাবে সংসারের বড় ছেলের চরিত্রে। আজিজুল হাকিমের মেয়ের চরিত্রে ভাবনা অভিনয় করছেন। ধারাবাহিকটি প্রসঙ্গে ভাবনা বলেন, 'দারুণ একটি পারিবারিক গল্পের নাটক এটি। এমন একটি পারিবারিক গল্পের নাটকে কাজ করতে পেরে ভালো লাগছে। পাশাপাশি শিশুদের বিষয়টিকে গল্পে প্রাধান্য দিচ্ছেন নির্মাতা। এটিতে আমি আজিজুল হাকিমের মেয়ের চরিত্রে অভিনয় করছি। চরিত্রটি আমি উপভোগ করছি। অনেক দিন পর তার সঙ্গে অভিনয় করছি। সত্যি বলতে সিনিয়র শিল্পীদের সঙ্গে অভিনয় করলে বিভিন্ন বিষয় জানা যায় এবং শেখা যায়।' এদিকে অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও সময় দিচ্ছেন ভাবনা। গত দুই বছর ধরে বইমেলায় তার 'গুলনেহার' ও 'তারা' নামের দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে। প্রথম উপন্যাস প্রকাশের পরপরই তা নাট্যরূপে টিভি পর্দায় আসে। এবারের বই মেলায় আসছে তার নতুন উপন্যাস। লেখা এখনো শেষ হয়নি বলে জানান তিনি। ভাবনা বলেন, 'ছোটবেলা থেকেই লেখালেখির অভ্যাস ছিল। বাবা লেখালেখি করতেন। তা দেখে নিজের মধ্যেও আগ্রহ তৈরি হয়। স্কুল-কলেজে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন কবিতা ও গল্প লিখতাম। বিভিন্ন পত্রিকাতেও আমার লেখা ছাপা হয়েছে। তখন তারকা ছিলাম না বলেই বিষয়টি আলোচনায় আসেনি। দুই বছর ধরে আলোচনায় আসছে। এবারের বইমেলাতেও আমার নতুন বই প্রকাশিত হবে। এটিও উপন্যাস। তবে প্রকাশের আগে নাম বলা যাবে না।'