সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
প্রশংসায় 'গন্ডি' সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে বহুল আলোচিত চলচ্চিত্র 'গন্ডি' সিনেমার ট্রেলার। 'গন্ডি'র অফিসিয়াল ফেসবুক পেজ ও গড়াই ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শনিবার একযোগে ট্রেলারটি মুক্তি দেওয়া হয়। ট্রেলারে দেখা যায়, সব্যসাচী চক্রবর্তী খুব আক্ষেপ নিয়ে বলছেন, 'এই বন্ধুত্ব, আড্ডা, গল্প... এগুলো কি শুধুই তোমাদের? আমাদের কি শুধুই মৃতু্যর জন্য অপেক্ষা?' এই একটা কথাই বলে দেয় অবসরে থাকা মানুষগুলোর জীবন কতটা নিঃসঙ্গতায় ভরা। সময়ের আঁচড় বদলে দিয়েছে পারিবারিক কাঠামো আর এই মানুষগুলোকে করে দিয়েছে আরো বেশি নিঃসঙ্গ। এই জীবনে যদি একটা বন্ধু আসে, যার সাথে নিঃস্বার্থভাবে কিছুটা সময় কাটানো যায়, গল্প করা যায়, আড্ডা দেওয়া যায়- তাহলে খারাপ কি? কিন্তু এই সমাজ-পরিবার কীভাবে নিবে এই বন্ধুত্ব? বন্ধুত্বের কি কোনো কাল, সময়, বয়স, গন্ডি আছে? ঠিক এই প্রশ্নের প্রেক্ষাপট ধরে গন্ডি ছাড়ানো বন্ধুত্বের গল্পই 'গন্ডি'। সিনেমার ট্রেলারটি দেখে প্রশংসা করছেন দর্শক। ইউটিউবে ট্রেলারের কমেন্ট ঘরে অনেকেই প্রশংসা করেছেন। ছবির পরিচালক ফাখরুল আরেফীন খান বলেন, 'অপেক্ষার পালা শেষ। সামনের মাসের ৭ তারিখ মুক্তি পাবে 'গন্ডি'। চলচ্চিত্রটি নিয়ে আমরা অনেক আশাবাদী। একটু ভিন্নধর্মী বন্ধুত্বের গল্প নিয়ে খুবই কমন একটি সামাজিক বাধাকে তুলে ধরেছি। পরিবারের অটুট বন্ধন প্রাধান্য পেয়েছে চলচ্চিত্রটিতে। পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো সিনেমা 'গন্ডি'। তাই সপরিবারে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো।' সব্যসাচী ও সুবর্ণা মুস্তাফা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জিসহ আরও অনেকে। গড়াই ফিল্মস প্রযোজিত রোমান্টিক কমেডি ঘরানার 'গন্ডি' চলচ্চিত্রের আবহ সংগীত করছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতব্যক্তিত্ব দেবজ্যোতি মিশ্র। ইতিমধ্যেই এই সিনেমার গানগুলো দর্শক শ্রোতার কাছে জনপ্রিয়তা পেয়েছে। 'পদ্মশ্রী' পুরস্কার পেল ছয় তারকা বিনোদন ডেস্ক ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পেলেন চলচ্চিত্রনির্মাতা করণ জোহর, একতা কাপুর, সংগীতশিল্পী আদনান সামি ও অভিনেত্রী কঙ্গনা রনৌত। এ পুরস্কার পেয়েছেন আরেক সংগীতশিল্পী সুরেশ ওয়ারকার। এছাড়া বর্ষীয়ান টিভি অভিনেতা সারিতা জোশিও পেয়েছেন এ সম্মাননা। ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদন জানিয়েছে, শনিবার পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এবার শিল্প, সাহিত্য, শিক্ষা, চিকিৎসা, ব্যবসায় ও বাণিজ্য, খেলা, জনপ্রশাসন, সামাজকর্ম, বিজ্ঞান ও প্রকৌশলে অবদান রাখা ব্যক্তিদের এ সম্মাননা দেওয়া হয়। দ্রম্নপদী সংগীতশিল্পী বারাণসী ছান্নুলাল মিশ্র পেয়েছেন পদ্মবিভূষণ পুরস্কার। পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন আদনান সামি, কঙ্গনা রনৌত, করণ জোহর ও একতা কাপুর। তিনি বলেন, 'সরকারের কাছ থেকে এই পুরস্কার পেয়ে তিনি আনন্দিত ও উচ্ছ্বসিত। যেকোনো শিল্পীর জন্যই এটা বড় প্রাপ্তি।' এদিকে সদ্য মুক্তি পেয়েছে কঙ্গনা অভিনীত 'পাঙ্গা'। বক্স অফিসে তেমন সাড়া না ফেললেও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্তি তার ভক্তদের দারুণ পুলকিত করেছে। কঙ্গনাকে 'বলিউডের নির্ভীক রানি' আখ্যা দিয়েছেন তারা। অন্যদিকে, নির্মাতা করণ জোহর ও একতা কাপুর দুজনই চলচ্চিত্র, ওয়েব সিরিজ, টিভি শো দিয়ে বিনোদন জগৎকে সমৃদ্ধ করেছেন। করণ জোহর এ পুরস্কার তার বাবাকে উৎসর্গ করেছেন। টিভি শো দিয়ে ক্যারিয়ার শুরু করেন একতা কাপুর। আর ধীরে ধীরে তিনি হয়ে উঠেছেন ছোটপর্দা অঙ্গনের প্রভাবশালী রানি। পুত্রসন্তানের প্রথম জন্মদিনের মাত্র দু'দিন আগে পদ্মশ্রী পাওয়ায় তিনি আবেগাপস্নুত। ধন্যবাদ জানিয়েছেন ভক্ত ও অনুরাগীদের।