সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২০ আগস্ট ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
পঁাচফোড়নে সাব্বির-সাজু বিনোদন রিপোটর্ নন্দিত নিমার্তা-উপস্থাপক হানিফ সংকেতের নিমার্ণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে নিমার্ণ করেছে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘পঁাচফোড়ন’। প্রায় দেড় যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। প্রতিবারের মতো এবারও ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারি আয়োজন নিয়ে সাজানো হয়েছে ঈদের বিশেষ ‘পঁাচফোড়ন’। সৌহাদর্্যপূণর্ পরিবেশে দুই বন্ধুর মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে টক শোর আঙ্গিকে আলোচনার মাধ্যমে এর উপস্থাপনা সাজানো হয়েছে। যেখানে কোরবানির ঈদ নিয়ে মজার মজার আলোচনা হতে থাকে। আর আলোচনার ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকে নাচ, গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর চমৎকার সব প্রতিবেদন। এবারের পাঁচফোড়নেও দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা মীর সাব্বির ও সাজু খাদেম। অনুষ্ঠানটি এটিএন বাংলায় ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে। পরিবেশিত হবে কেয়া কসমেটিকস্ লিমিটেডের সৌজন্যে। ‘বেঈমান’ নিয়ে হাজির আরমান বিনোদন ডেস্ক ‘অপরাধী’ চমকের পর কয়েক মাস বেশ চুপচাপ ছিলেন আরমান আলিফ। এরমধ্যে কয়েকটি গান তৈরি করেছেন তিনি। তবে গানের পাশাপাশি মাত্র একটি ভিডিওতে অংশ নিয়েছেন। শনিবার প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে মুক্তি পেয়েছে আরমান আলিফের নতুন গান ‘বেঈমান’-এর ভিডিও। ‘অপরাধী’র পর এটাই তার নতুন মিউজিক ভিডিও। গানটির ভিডিওতে আরমান আলিফের পাশাপাশি আরও দেখা গেছে মডেল অভি প্রামাণিক ও আদিভা ইভা। গল্পনিভর্র গান-ভিডিওটি প্রসঙ্গে আরমান আলিফ বলেন, ‘‘সিএমভির সঙ্গে এই কাজটি করতে গিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করলাম। ‘বেঈমান’ গানটি তৈরি করা থেকে ভিডিও নিমার্ণসহ এর মুক্তি পযর্ন্ত প্রযোজনা প্রতিষ্ঠানটির যে পরামশর্, উৎসাহ আর আয়োজন দেখেছি সেটা একজন জুনিয়র শিল্পী হিসেবে সত্যিই সুখকর বিষয়। আমি চেষ্টা করেছি ‘অপরাধী’র রেশ ধরেই এই গানটি করতে। আশা করছি সকলের ভালো লাগবে।” মিউজিক্যাল ফিল্মে শিশির-চৈতী বিনোদন রিপোটর্ শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভর ‘তোমরা কইরো না প্রেম’ গানের লিরিক ভিডিওটি ইউটিউবে প্রায় ১০ লক্ষ ভিউ হয়েছে। এবার সেই গানের ভিডিওতে মডেল হলেন লাক্সতারকা তেরেসা চৈতী ও মডেল-অভিনেতা শিশির আহমেদ। এটি নিমার্ণ করেছেন চিত্রপরিচালক জাভেদ মিন্টু। তার সঙ্গে ছিলেন নাট্যপরিচালক এফ. জামান তাপস। বিগ বাজেটের এই মিউজিক্যাল ফিল্মটি আসন্ন ঈদে সিডি চয়েসের ব্যানারে প্রকাশ হবে। পরিচালক বলেন, ‘যেহেতু আমি চলচ্চিত্রের মানুষ তাই চলচ্চিত্র সংশ্লিষ্টদের নিয়েই কাজ করেছি। গানটির মধ্যে একটি পরিপূণর্ গল্প উপস্থাপন করা হয়েছে। আশা করছি দশর্করা একটি পূণার্ঙ্গ চলচ্চিত্রের স্বাদ পাবেন। শিশির আর চৈতি জুটির রসায়নও দারুণ হয়েছে।’ শিশির বলেন, ‘জাভেদ মিন্টু ভাই অসাধারণ একজন নিমার্তা। ভিডিওটিতে তার এরেঞ্জমেন্ট আর টিমওয়াকর্ দেখে বিস্মিত হয়েছি। আর সহশিল্পী হিসেবে তেরেসা চৈতিও বেশ সহযোগিতাপরায়ণ। আশা করছি ঈদের একটা ধামাকা দেখতে পাবেন দশর্ক।’