জয়ললিতার চরিত্রে বিদ্যা

প্রকাশ | ২০ আগস্ট ২০১৮, ০০:০০

বিনোদন ডেস্ক
বিদ্যা বালান
ভারতের জনপ্রিয় অভিনেত্রী জয়ললিতা রুপালি পদার্ ছেড়ে রাজনীতিতে যাত্রা শুরু করেন। কিন্তু পদার্ তাকে ভুলতে পারেনি। যতটা তার করিশমার জন্য, ততটাই রাজনীতির ময়দানে সাফল্যের জন্য। এবার সাবেক অভিনেত্রী ও মুখ্যমন্ত্রীকে নিয়ে চলচ্চিত্র নিমির্ত হতে যাচ্ছে। তবে ছবিটি বলিউডে নয় দক্ষিণে তৈরি হবে না। ছবির কাস্ট প্রাথমিকভাবে ঠিক হয়ে গেছে। জয়ললিতার ভূমিকায় অভিনয় করার কথা রয়েছে বিদ্যা বালানের। তবে নায়িকা এখনও সবুজ সংকেত দেননি। তিনি ছাড়পত্র দিলেই চুক্তিপত্রে সই করার কাজ হবে। জানা গেছে, জয়ললিতাকে নিয়ে যে ছবি হবে, তার গুঞ্জন অনেকদিন আগে থেকেই পাওয়া যাচ্ছিল। কারণ দক্ষিণে যথেষ্ট জনপ্রিয়তা আম্মা (জয়ললিতা)। তার উপর অভিনেত্রী সাবিত্রীর বায়োপিক ‘মহানতি’-এর সাফল্যের পর সেখানেও বায়োপিক হওয়ার ট্রেন্ড বেড়ে গেছে। এর জন্যই জয়ললিতার বায়োপিকের পরিকল্পনা। এরপরে দক্ষিণেই মুক্তি পাবে এনটিআরের বায়োপিক। এটি প্রযোজনা করছে ভিবরি মিডিয়া। এই প্রযোজনা সংস্থাই জয়ললিতার বায়োপিক করার ইচ্ছা প্রকাশ করেছে। পরিচালক বিজয় ছবিটি পরিচালনা করবেন। ভিবরি মিডিয়ার ডিরেক্টর বৃন্দা প্রসাদ জানিয়েছেন, জয়ললিতা ভারতের আঞ্চলিক নেত্রী হিসেবে জনপ্রিয়। রাজনীতিতে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গোটা বিশ্বের নারীদের কাছে তিনি অনুপ্রেরণা। এই ছবিটি জয়ললিতাকে শ্রদ্ধাঘ্যর্। তার জন্মদিনের দিন, ২৪ ফেব্রæয়ারি ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি। ছবিটি হিন্দি, তামিল ও তেলুগুতে রিলিজ করবে। প্রযোজক বিষ্ণু বধর্ন জানিয়েছেন, পরিচালক বিজয় ছবির প্রি-প্রোডাকশনের জন্য অপেক্ষা করছেন। এর আগেও একাধিক বায়োপিকে অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে বিদ্যার। বলিউডে সিল্ক স্মিতা ও মারাঠিতে গীতা বালির চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া এনটিআরের বায়োপিকে অভিনয় করার কথা রয়েছে তার। সেখানে এনটিআরের প্রথম স্ত্রী বাসবতাম্মার চরিত্রে অভিনয় করছেন তিনি।