চলে গেলেন অভিনেতা সাত্তার

প্রকাশ | ২০ আগস্ট ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
আব্দুস সাত্তার
শিল্পী সমিতির আজীবন সদস্য ও অভিনেতা আব্দুস সাত্তার মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। শনিবার দিবাগত রাত ২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। আব্দুস সাত্তারের মৃত্যুর খবর জানিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমরা ভালো একজন অভিনয়শিল্পীকে হারালাম। রোববার দুপুর ২টায় বিএফডিসিতে তার জানাজা অনুষ্ঠিত হয়।’ ২০১২ সালে অভিনেতা সাত্তারের প্রথম স্ট্রোক হয়। এতে তার শরীরের ডান পাশ অবশ হয়ে যায়। ডান চোখও প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। ডায়াবেটিসও ধরা পড়ে তার শরীরে। অথের্র অভাবে যথাযথ চিকিৎসা করাতে পারছিলেন না তিনি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী তার চিকিৎসার জন্য অথর্ সহায়তা দেন। শিল্পী সমিতির পক্ষ থেকে আজ এফডিসির মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। ঈদের পর শিল্পী সমিতিতে কোরআন খতম দেয়া হবে। এফডিসির জানাজার আগে আবদুস সাত্তারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বিটিভিতে দুপুর একটায়। প্রবীণ এই অভিনেতার মরদেহ দাফন করা হয় শাহজাহানপুর গোরস্তানে। শুধু অভিনেতা নয়, আবদুস সাত্তার নিমার্ণ করেছেন সিনেমাও। অশান্ত ঢেউ, রাখে আল্লাহ মারে কে এবং ফয়সালা এই তিনটি ছবি নিমার্ণ করেছেন।