সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন রিপোট
শারমিন সুলতানা উপমা
বাংলাদেশ ঘুরে গেলেন টনি ডায়েস র্ অভিনেতা টনি ডায়েস। নব্বই দশকের আলোচিত এই পর্দা মুখ কয়েক দিনের জন্য এসেছিলেন বাংলাদেশে। দীর্ঘ পাঁচ বছর পর গেল ২২ জানুয়ারি নিউইয়র্ক থেকে দেশে ফিরেন তিনি। এবার অবশ্য দেশে ফেরার কারণটা ছিল ভিন্ন। ঢাকায় এসেই নীরবে কক্সবাজার চলে যান টনি ডায়েস। দেশে আসার পর টনি ডায়েস গণমাধ্যমকর্মীদের জানান, 'এবারের সফরটা কেবল স্কুলজীবনের বন্ধুদের সঙ্গে ভালো কিছু সময় কাটানোর জন্য। আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে আমার শৈশব-কৈশোর কেটেছে। এমন ৪০ জন বন্ধু এক হয়েছি কক্সবাজারে। এই ৪০ জনের মধ্যে অনেকেই বিশ্বের বিভিন্ন দেশে থাকে। সবাই ছুটে এসেছি নিজ দেশে।' গতকাল ২৭ জানুয়ারি একটি ফ্লাইটে নিউইয়র্ক ফিরে যান টনি ডায়েস। ১৯৮৯ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেয়ার মধ্য দিয়ে অভিনয় জীবনের পথচলা শুরু তার। ১৯৯৪ সালে তার টেলিভিশন পর্দায় অভিষেক হয়। ২০০৮ সালে 'মেঘের কোলে রোদ' চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে টনি ডায়েসের। এরপর 'পৌষ মাসের পিরিত' ছবিতে কাজ করেন। ২০০১ সালের ১৪ ফেব্রম্নয়ারি প্রিয়া ডায়েসকে বিয়ে করেন টনি। তাদের মেয়ের নাম অহনা। ২০০৮ সালের শেষের দিকে স্ত্রী ও মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। বর্তমানে পরিবার নিয়ে নিউইয়র্কে বসবাস করছেন তিনি। বিয়ে করলেন উপমা বিনোদন রিপোর্ট বিয়ে করলেন কণ্ঠশিল্পী শারমিন সুলতানা উপমা। বরের নাম সালমান কামাল। সালমান বর্তমানে ডেনমার্কের একটি বিশ্ববিদ্যালয়ে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতকোত্তরে পড়ছেন। তার গ্রামের বাড়ি পাবনাতে। গত ২২ ডিসেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় কনের বাড়িতে পারিবারিকভাবে উপমা ও সালমানের আকদ সম্পন্ন হয়। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উপমা বলেন, 'আকস্মিকভাবেই আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আমাদের দুই পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। সালমান এখন ডেনমার্ক চলে যাবে। বিয়ের অনুষ্ঠান করব আগামই জুলাইয়ে। সেসময়ে কাছের মানুষ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নিমন্ত্রণ করব। আমাদের জন্য সবার কাছে দোয়া চাইছি।' কণ্ঠশিল্পী উপমা বেশ কিছু গান করেছেন। পেস্ন্যাকেও অভিষিক্ত হয়েছেন, শ্রোতাপ্রিয়তাও পেয়েছে বেশ ক'টি গান। এখন মঞ্চ শো আর চর্চা নিয়ে রয়েছেন তিনি। এর বাইরে উপমা নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। পড়ছেন রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। দিতি সরকারের কণ্ঠে আনন্দের গান বিনোদন রিপোর্ট ম্যাজিক বাউলিয়ানা চ্যাম্পিয়ন দিতি সরকার গাইলেন আনন্দের গান। 'প্রেমের মানুষ' শিরোনামের গানটি প্রকাশ করেছে গানকুটির ইউটিউব চ্যানেল। 'মনটারে যখন বান্ধিলিরে পরান রাখিয়া, যাওয়ার কি আর সাধ্য আছে তোরে ছাড়িয়া- এমন কথার গানটি লিখেছেন তারেক আনন্দ। এর সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাস। এই গান নিয়ে কণ্ঠশিল্পী দিতি সরকার বলেন, আমার খুব বেশি মৌলিক গান প্রকাশ হয়নি। এ গানটি ক্যারিয়ারে নতুন সংযোজন হলো। সজীব দাস, তারেক আননন্দ ভাই মৌলিক গানটি উপহার দিলেন। সত্যিই আমি অভিভূত। গানটি ভালো লাগবে সবার এটাই প্রত্যাশা করছি।' সজীব দাস বলেন, 'গানের ভাবনার সঙ্গে মিল রেখে সুর, সংগীত করেছি। দিতি দারুণ গেয়েছে। দিতির জন্য শুভ কামনা রইল।' গীতিকবি তারেক আনন্দ বলেন, 'এ বছর আমার কথায় বেশ কিছু গান প্রকাশ হবে ধারাবাহিকভাবে। বছরের প্রথম দিন প্রকাশ হয়েছে প্রদীপ্ত বাপ্পির কণ্ঠে 'মাতাল' গানের মিউজিক ভিডিও। একই মাসে দিতির কণ্ঠে প্রকাশ হলো 'প্রেমের মানুষ'। গানটি শ্রোতারা পছন্দ করবেন বলে আশা করছি।' দ্রম্নতই আরও বেশ ক'জন শিল্পীর কণ্ঠে প্রকাশ পাবে তারেক আনন্দের লেখা গান। সেসব গানে নানা প্রজন্মের সংগীতশিল্পীরা কণ্ঠ দেবেন।