ফের সিনেমা বানাচ্ছেন দীপিকা

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন ডেস্ক
দীপিকা পাড়ুকোন
অভিনয়ের পাশাপাশি অনেক কিছুর সঙ্গেই জড়িত বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। টুকটাক ব্যবসাও করছেন তিনি। তবে এখন তিনি সিনেমা নির্মাণের দিকেই বেশি মনোযোগী হচ্ছেন। বিশেষ করে সদ্য মুক্তি পাওয়া তার প্রথম প্রযোজনার সিনেমা 'ছপাক'র সাফল্যের পর থেকেই নতুন পরিকল্পনা করছেন তিনি। এসিড আক্রমণ থেকে ঘুরে দাঁড়ানো সাহসী লক্ষ্ণী আগারওয়ালের জীবন অবলম্বনে নির্মিত মেঘনা গুলজারের 'ছপাক' ছবিটি নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন দীপিকা পাড়ুকোন। বয়কট ফতোয়া উপেক্ষা করেই দেশের জনতা থেকে শুরু করে রাজনৈতিক মহলও ভিড় জমাচ্ছে 'ছপাক' দেখতে। সেই ভিড়ের হাত ধরেই দেশে প্রথম দিনেই 'ছপাক' ব্যবসা করে ফেলেছে ৬ কোটি। ধারণা করা হচ্ছে ১০০ কোটির ক্লাবেও ঢুকে যেতে পারে এই সিনেমা। নতুন খবর হচ্ছে 'ছপাক' সিনেমার অনুপ্রেরণাতেই নতুন আরো একটি সিনেমা প্রযোজনার কথা জানালেন দীপিকা পাড়ুকোন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির ঘোষণা করেন অভিনেত্রী। তবে এবার ২০১৫ সালে মুক্তি পাওয়া হলিউড ছবি 'ইনটার্ন'র রিমেক বানাচ্ছেন দীপিকা। যেখানে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অ্যানি হাটওয়ে এবং রবার্ট ডি নিরোকে। এই ছবির হিন্দি রিমেকে ঋষি কাপুরকে দেখা যাবে ইনটার্নের ভূমিকায়। ঋষি কাপুরের সঙ্গে প্রথমবার কাজ করছেন দীপিকা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বেও রয়েছেন তিনি। এই ছবিটি মুক্তি পাবে ২০২১-এ। 'ছপাক'-এর পর এটি দীপিকার দ্বিতীয় প্রযোজিত ছবি হতে চলেছে। বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি। শুরুতে শোনা গিয়েছিল, 'ইনটার্ন'-এর রিমেকে অভিনয় করতে পারেন অমিতাভ বচ্চন। কিন্তু ২০১৫-তে দীপিকা এবং অমিতাভের জুটি 'পিকু' তুলে ধরেন সুজিত সরকার। যার কারণেই 'ইনটার্ন'-এ জায়গা করে নেন ঋষি কাপুর। এদিকে তার প্রথম প্রযোজনার 'ছপাক' নিয়ে আরও অনেক প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। সিনেমার বাজেট ৪০ কোটি রুপি। এখন দেখার অপেক্ষা প্রযোজক দীপিকা কতটা সফল হতে পারেন।