'চারুর বিয়ে'তে অপূর্ব-মেহজাবিন

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবিন চৌধুরী
আগামী ভালোবাসা দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য এই সময়ের মেধাবী নাট্যপরিচালক মিজানুর রহমান আরিয়ান নির্মাণ করেছেন বিশেষ নাটক 'চারুর বিয়ে'। নাটকটি রচনা করেছেন নাজিয়া হাসান অদিতি। নাটকটিতে নামভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। আর আদনানের ভূমিকায় অভিনয় করেছেন টিভি নাটকের 'রাজপুত্তুরখ্যাত' অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গত ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি রাজধানীর মিরপুর ও উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে বলে জানান নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। নাটকটিতে অপূর্ব ও মেহজাবিন ছাড়া আরো অভিনয় করেছেন আল মামুন, মিলি বাশার, আরজুমান্দ আরা বকুল'সহ আরো অনেকে। আগামী ভালোবাসা দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, 'নাটকটির সিডিউল নিয়ে যখন বিভিন্ন শিল্পীর সঙ্গে কথা হচ্ছিলো তখন সবার সিডিউল মেলানো একটু ঝামেলাই হয়ে যাচ্ছিলো। তখন আমার মনে হচ্ছিলো যদি গল্পের চরিত্রানুয়ায়ী সবার সিডিউল না মিলে তাহলে আপাতত নাটকটির কাজ করবো না। কারণ সব সময় ভালো গল্প পাওয়া যায় না। আর যেহেতু নাট্যকার অসাধারণ একটি গল্প লিখেছেন, তাই আমি চেয়েছি কাজটি একটু বেশি মনোযোগ দিয়ে ভালোভাবে করতে। নাটকটি দর্শকের কাছে প্রিয় একটি নাটক হয়ে উঠবে আশা করছি।' মেহজাবিন চৌধুরী বলেন, 'নাটকটিতে নামভূমিকায় যেহেতু আমি অভিনয় করেছি, তাই চরিত্রটির প্রতি অধিক মনোযোগ রেখেই অভিনয় করতে হয়েছে। গল্পটা খুব ভালো। যে কারণে অভিনয় করেও ভীষণ ভালো লেগেছে। আর যথারীতি অপূর্ব ভাইয়া'সহ সবারতো সহযোগিতা ছিলই। আশা করছি নাটকটি দর্শকের কাছে খুউব ভালো লাগবে।'