সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ওমরাহ করতে যাচ্ছেন অহনা বিনোদন রিপোর্ট পবিত্র ওমরাহ পালনের জন্য মক্কা ও মদিনা যাচ্ছেন মডেল-অভিনেত্রী অহনা রহমান। আগামী মাসের মাঝামাঝি সময়ে মাকে নিয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন এই অভিনেত্রী। অহনা বলেন, 'আগামী মাসে ওমরাহ করতে সৌদি আরব যাব। সবকিছু ঠিক তবে যাওয়ার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। আগামী মাসের ৮ তারিখ আমার জন্মদিন। এর পরপরই যাওয়া হবে এটা নিশ্চিত।' তিনি আরও বলেন, 'ওমরাহ পালনের জন্য কাজের সংখ্যাও কমিয়ে দিয়েছি। সেখান থেকে ফিরে পুরোদমে কাজে নামতে চাই। সবার কাছে দোয়া চাই। ওমরাহ পালন করে যেন সুন্দরভাবে ফিরে আসতে পারি।' এদিকে, আপাতত ধারাবাহিক নাটকে কাজ করছেন না অহনা। ব্যস্ত আছেন একক নাটক নিয়ে। সম্প্রতি তিনি অভিনয় করেছেন তপু খানের 'কবির খানের বুমেরাং', মাসুম আল জাবেরের 'জেরিন আনটোল্ড স্টোরি' ও হাসিব হোসেন রাকিবের 'পেইন ড্রাইভ' নাটকে। অহনা বলেন, 'আপাতত ধারাবাহিক নাটকে কাজ করছি না। কিছুদিন আগে তিনটি একক নাটকে অভিনয় করেছি। এগুলো আসছে ভালোবাসা দিবসে প্রচার হবে। আরও কিছু নাটকে কাজ করার বিষয়ে কথা চলছে।' ধারাবাহিক নাটকে অভিনয় না করলেও তার অভিনীত 'বউ শাশুড়ি', 'ছায়াবিবি', 'লাকি থার্টিন' ও 'কমেডি-৪২০' নাটকগুলো প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে। বলিউডের সিনেমায় মিথিলা বিনোদন রিপোর্ট তরুণ নির্মাতা হায়দার খানের পরিচালনায় 'রোহিঙ্গা' শিরোনামের একটি বলিউডের সিনেমার নায়িকা হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল তানজিয়া জামান মিথিলা। এরই মধ্যে সিনেমাটির ৯০ শতাংশ শুটিং শেষ হয়েছে, বাকি শুটিং ও ডাবিং শেষ করতে গত মঙ্গলবার আবারও ভারত গেছেন মিথিলা। জানা গেছে, বলিউডের লায়ন প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে 'রোহিঙ্গা'। সিনেমাটিতে বাংলাদেশের মিথিলার বিপরীতে অভিনয় করছেন ভুটানের স্যাঙ্গে। সালমান খানের আসন্ন ঈদে মুক্তি অপেক্ষায় থাকা 'রাঁধে' সিনেমাতে প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন এই স্যাঙ্গে। সিনেমাটি প্রসঙ্গে মিথিলা বলেন, সিনেমায় একজন রোহিঙ্গা মেয়ের ভালোবাসার গল্প দেখানো হয়েছে। বাংলাদেশের রোহিঙ্গা ইসু্য এই সিনেমার বিষয়বস্তু না। বলিউডের সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে মিথিলা বলেন, পরিচালক হায়দার খান ফটোগ্রাফি করেন। সেই সূত্রে আমার পরিচয়। একদিন হঠাৎ ফোন করে আমাকে সিনেমাটির প্রস্তাব দেন। এরপর স্ক্রিনটেস্ট দিই। তারপরই আমি শুটিংয়ে। নির্মাতা সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে ২০২০ সালের মাঝামাঝি সময়ে 'রোহিঙ্গা' মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। জিসান খান শুভর 'ঘুণপোকা' বিনোদন রিপোর্ট আগামী ১ ফেব্রম্নয়ারি ধ্রম্নব মিউজিক স্টেশন (ডিএমএস)- এর ব্যানারে আসছে তরুণ কণ্ঠশিল্পী জিসান খান শুভর 'ঘুণপোকা'। বরাবরের মতোই এবারও গানের কথা, সুর এবং কণ্ঠ দিয়েছেন জিসান খান শুভ। গানটির সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। গানের কথার সাথে মিল রেখে গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হিসেবে দেখা যাবে তাপস রায় চৌধুরী এবং প্রথমাকে। আছে জিসান খান শুভ'র উপস্থিতিও। নিজের নতুন গান প্রসঙ্গে শুভ বলেন, আমার প্রতিটি গান আমি একটু সময় নিয়ে করার চেষ্টা করি। যাতে আমার কাজটি নিখুঁত হয়। সেই সাথে শ্রোতারাও পরিপূর্ণ বিনোদন পান। এবারে গানটিও অনেক সময় আর যত্ন নিয়ে করেছি। আর গানের কথা, সুর ও সংগীতের সাথে মিল রেখে নির্মাণ করা হয়েছে ভিডিওটি; যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। ধ্রম্নব মিউজিক স্টেশন সূত্রে জানা যায়, ১ ফেব্রম্নয়ারি তাদের ইউটিউবে অবমুক্ত করা হবে 'ঘুণপোকা' গানের ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে, ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব এবং রবি স্পস্ন্যাশে।