সা ক্ষা ৎ কা র

নাটকের মান বলতে কিছু নেই

উপস্থাপিকা ও অভিনেত্রী মুনিয়া ইসলাম। জনপ্রিয় গোয়েন্দা সিরিজ 'ছোট কাকু'তে অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন। এরপর গিয়াস উদ্দিন সেলিমের 'স্বপ্নজাল' সিনেমায় জুলেখা চরিত্রটিকে নিয়ে গেছেন অন্যমাত্রায়। উপস্থাপনা ও নাটকের পাশাপাশি মঞ্চেও সরব তিনি। কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
উপস্থাপনায়... বর্তমানে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে উপস্থাপনা করছি। বিশেষ করে লাইভ অনুষ্ঠানগুলোতে কাজ করতে বেশি ভালো লাগে। বিটিভি ও চ্যানেল আইয়ের গানের অনুষ্ঠানেও নিয়মিত উপস্থাপনা করছি। সত্যি বলতে আমি উপস্থাপনা করে আনন্দ পাই। অভিনয়ে... নাটকের প্রতি আলাদা ভালো লাগা কাজ করে। কখনো উপস্থাপনার মধ্যে নাটকের প্রভাব পড়তে দেই না। আবার নাটকে কাজ করার সময় উপস্থাপনার বিষয়টি মাথা থেকে ফেলে দেই। যখন যে মাধ্যমে কাজ করি তখন সে মাধ্যমটাকেই বেশি গুরুত্ব দিই। টিভি নাটক ছাড়াও মঞ্চের প্রতি ঝোঁক আছে। ঢাকা থিয়েটারের বেশকিছু মঞ্চনাটকের হয়ে কাজ করেছি। এখানে কাজের অভিজ্ঞতা অন্যরকম। টিভি নাটকে তো সংলাপ ভুলে গেলে নতুনভাবে বলা যায়। কিন্তু মঞ্চে ভুলেও সংলাপ ভুল করা যাবে না। পুরো চিত্রনাট্য মুখস্থ করে, অভিনয় শিখে দর্শকদের সামনে উপস্থাপন করতে হয়। কাজটি বেশ চ্যালেঞ্জের। গুণে-মানে টিভি নাটক... আমার মতে নাটকের মান বলতে কিছু নেই। কারণ একেক মানুষের চাহিদা ও রুচিবোধ একেক রকম। স্কুলের ছাত্র-ছাত্রীর যে ধরনের নাটক ভালো লাগবে, বয়স্ক মানুষের সেটা ভালো নাও লাগতে পারে। দেখা গেলো, নাটকের গল্প, মেকিং অনেক ভালো। কিন্তু দর্শক সেটার অর্থই বুঝলো না। তখন তারা ধরেই নেয়, নাটকটির মান খারাপ। স্বপ্ন পূরণ... চলচ্চিত্রে অভিনয় করার স্বপ্ন ছিল আগেই। সেটা পূরণ হয়েছে গিয়াস উদ্দিন সেলিমের মতো বিখ্যাত নির্মাতার হাত ধরে। তার 'স্বপ্নজাল' সিনেমায় জুলেখা চরিত্রে অভিনয় করে অনেকের কাছেই প্রশংসা পেয়েছি। তাও আমার বিপরীতে অভিনয় করছেন ইরেশ জাকেরের মতো তুখোড় অভিনেতা।