সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
সম্মাননা পাচ্ছেন রফিকুল আলম ও ফকির আলমগীর বাংলা আধুনিক গানে অসামান্য অবদানের জন্য ১৪তম 'চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৯' সম্মাননা পাচ্ছেন রফিকুল আলম ও গণসঙ্গীতে ফকির আলমগীর। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার আবারও সংগীতের সকল শাখার শিল্পীরা এক হতে যাচ্ছেন। এবারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হবে সিলেট হবিগঞ্জের দ্য প্যালেস রিসোর্টে সন্ধ্যা ৭টায়। এরই মধ্যে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের মঞ্চসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই আয়োজনে মোট ১৪টি ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হবে। এদিকে, প্রতিবারের মতো এবারও আয়োজনটি ঘিরে বিশেষ চমক থাকছে বলে জানিয়েছে আয়োজকরা। সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে 'চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস'র আয়োজন করা হয়। এবার শ্রেষ্ঠ রবীন্দ্রসংগীত, শ্রেষ্ঠ নজরুলসংগীত, শ্রেষ্ঠ লোকসংগীত, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও, শ্রেষ্ঠ কাভার ডিজাইন, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ আধুনিক গান, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ ছায়াছবির গান, শ্রেষ্ঠ উচ্চাঙ্গসংগীত কণ্ঠ এবং শ্রেষ্ঠ উচ্চাঙ্গসংগীত যন্ত্র ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মালালার বায়োপিক নিয়ে বিতর্ক বিনোদন ডেস্ক নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানের সাহসী কন্যা মালালা ইউসুফজাইয়ের জীবনের উপর ছবি নির্মিত হয়েছে শত্রুদেশ ভারতে। নাম 'গুল মাকাই'। ছবিটি পরিচালনা করেছেন এইচ.ই আমজাদ খান। আর মাত্র একদিন বাদেই মুক্তি পাওয়ার কথা এই ছবির। কিন্তু মুক্তির আগেই মালালার জীবনীভিত্তিক 'গুল মাকাই' নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে বলিউডে। এই ছবির পরিচালক আমজাদ খানের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন ভারতের নয়ডা রাজ্যের এক মৌলবী। তার দাবি, ছবিতে পবিত্র কোরআন শরীফকে অসম্মান করা হয়েছে। আমজাদ খান জানিয়েছেন, ছবি শুরু করার সময় থেকেই বহুবার হুমকি পেয়েছেন তিনি। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎ?কারে খান জানিয়েছেন, পোস্টারে দেখা যাচ্ছে মালালা হাতে একটি বই নিয়ে বিস্ফোরণের পাশে দাঁড়িয়ে আছে। মৌলবি মনে করেছেন সেই বই কোরআন। ওর ধারণা আমরা পবিত্র কোরআনকে যথাযথ সম্মান জানাইনি। উনি তো আমাকে কাফিরও বলেছেন। ওর সঙ্গে কথা বলার চেষ্টা করছি। বোঝানোর চেষ্টা করব, মালালার হাতে ধরে থাকা বইটি কোরআন নয়, একটি ইংরেজি বই। কিন্তু এখনও আইনি কোনো পদক্ষেপ করতে চান না পরিচালক। তার বক্তব্য, আমি শান্তির উপর ছবি তৈরি করেছি। এখনই যদি ওই মৌলবির বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করি, তাহলে ওকে নিয়ে টানাটানি শুরু হবে। তাই যদি হয়, তাহলে ছবিতে শান্তির বার্তা ছড়িয়ে কী লাভ! রীম শেখ, অতুল কুলকর্নি এবং দিব্যা দত্ত অভিনীত এই ছবি মুক্তির কথা আগামী ৩১ জানুয়ারি। রনজু-রাইসার 'আগুন কে লাগাইলো রে' বিনোদন রিপোর্ট ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নতুন মিউজিক ভিডিও 'আগুন কে লাগাইলো রে'। গানটির গীতিকার ও সুরকার শোয়েব চৌধুরী। এতে কণ্ঠ দিয়াছেন কণ্ঠশিল্পী কনিকা রয়। এতে মডেল হয়েছেন রাইসা রিয়া ও রনজু সরকার। মিউজিক ভিডিওটি রোমান্টিক গল্পের ওপর নির্মিত হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন তাজুল ইসলাম। তিনি বলেন, 'আমরা সুন্দরভাবে মিউজিক ভিডিওটি পুবাইলের বিভিন্ন লোকেশনে চিত্রায়ণের কাজ শেষ করা হয়েছে। এতে ডিওপি হিসাবে কাজ করেছেন এস এম জয়, রূপসজ্জায় জাহাঙ্গীর হাসান। এই গানটির কথা অনেক সুন্দর। আশা করি, মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে। এই গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন রাইসা রিয়া ও রনজু সরকার খুব ভালো অভিনয় করেছেন।' এ প্রসঙ্গে নবাগত মডেল রনজু সরকার বলেন, 'প্রথমবার মিউজিক ভিডিওতে কাজ করলাম। নতুন অভিজ্ঞতা হলো। আর গানটির কথাও অনেক সুন্দর। দর্শকের মাঝে তুলে ধরার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। মন দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। কতটুকু করতে পেরেছি তা দর্শকই ভালো বলতে পারবেন।' রাইসা রিয়া বলেন, 'গানের গল্পের রসায়নটা ভালো ছিল। দর্শকদেরও ভালো লাগবে।' গানটি কোরিওগ্রাফি করেছেন রফিকুল ইসলাম রনি। মিউজিক ভিডিওটি ক্রাউন মিউজিকের ব্যানারে মুক্তি পাবে।