ঈদের রুপালি পদার্য় দুই বাংলার দুই তারকা

প্রকাশ | ২১ আগস্ট ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার নায়ক বনি সেনগুপ্ত ও বাংলাদেশের নায়িকা মাহিয়া মাহি অভিনীত ছবি ‘মনে রেখো’। যার ট্যাগ লাইন ‘মাইন্ড ইট’। মাহি-বনি ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, জয়ী, তুলিকা, বিশ্বজিৎ। গানের কোরিওগ্রাফি করেছেন বলিউডের আদিল শেখ। ছবিটি মুক্তির অনুমতি পেতে সেন্সরে জমা রয়েছে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই ছবি প্রযোজনা করেছেন হিট সব ছবির নিমার্তা প্রতিষ্ঠান হাটির্বট প্রোডাকশন হাউজ। প্রযোজনা সংস্থাসূত্রে জানা গেছে, এই ছবিটা পুরোটাই অ্যাকশন-রোমান্টিক। বাংলাদেশের তরুণ প্রজন্ম বিশেষ করে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীের্দর কথা মাথায় রেখে ছবিটি নিমার্ণ করা হয়। এ ছবির গল্প আধুনিক সময়ের গল্প। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীের্দর জীবনের ওপর তৈরি করা একটি সিনেমাটিক গল্প। বিনোদনের জন্য যা দরকার সব আছে এই ছবিতে। কালার কারেকশন, শব্দ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভিএফএক্স, অ্যাকশন, প্রেম, কমেডি, নাটকীয়তা সবকিছুই। গল্পের সঙ্গে মিল রেখে তিনটি চরিত্র তৈরি করা। কয়েক মাস ধরে গল্প নিয়ে কাজ করা হয়েছে। তারপর এই ছবি নিমার্ণ করা হয়েছে। ছবি নিমাের্ণ কোনো তাড়াহুড়ো করা হয়নি। বাজেটও পযার্প্ত ছিল। এ প্রসঙ্গে মাহি জানান, ‘মনে রেখো’ একেবারে এই সময়কার স্টাইলিশ গল্পের ছবি। শুটিং লোকেশন, কস্টিউম, গান, গল্প সবকিছুতেই আধুনিকতার ছেঁায়া। দশর্ক টাকা দিয়ে ছবি দেখে অখুশি হবেন না। ‘মনে রেখো’ ছবির চরিত্রগুলো নতুনভাবে উপস্থাপন হয়েছে। ‘মনে রেখো’ যখন দশর্ক হলে গিয়ে দেখবে, এসব কথার পরিপূণর্ মিল পাবে।