ত্রিভুবনে জ্যোতি

প্রকাশ | ২১ আগস্ট ২০১৮, ০০:০০

বিনোদন রিপোটর্
জ্যোতিকা জ্যোতি
ক্যারিয়ারের শুরু থেকেই নানামাত্রিক চরিত্রে সাবলীল অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন জ্যোতিকা জ্যোতি। সেই খ্যাতি ধরে রাখতে পরিশ্রম করে যাচ্ছেন তিনি। চলচ্চিত্র, খÐ নাটক ও তথ্যচিত্র নিয়ে ব্যস্ত আছেন তিনি। চলতি বছরেই অভিনয় করেছেন দুটি ছবিতে। আসছে নভেম্বরে বড়পদার্য় আসবে তার অভিনীত ও প্রদীপ্ত ভট্টাচাযর্ পরিচালিত কলকাতার ছবি ‘রাজল²ী-শ্রীকান্ত’। ছবিতে প্রধান নায়িকা চরিত্র ‘রাজল²ী’র ভ‚মিকায় অভিনয় করেছেন জ্যোতি। তার বিপরীতে শ্রীকান্ত চরিত্রে আছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা হৃতিক চক্রবতীর্। ছবিটির শুটিং শেষ, এ মাসেই ডাবিং হবে। এরপর ছবির প্রচারণার জন্য আবারও তাকে যেতে হবে কলকাতায়। এ ছাড়া বাংলাদেশের নিমার্তা মাসুদ পথিকের দ্বিতীয় চলচ্চিত্র ‘মায়া: দ্য লস্ট মাদার’ ছবির কাজও শেষ করেছেন জ্যোতি। এ ছবিতে তিনি একজন বীরাঙ্গনার সন্তান। এর মধ্যে বেশ কিছু খÐ নাটকেও কাজ করা হয়েছে। সম্প্রতি শেষ করেছেন স্বল্পদৈঘ্যর্ চলচ্চিত্র ‘ফানির্চার’ ও সরকারি অথার্য়নে মাদক নিয়ে জনসচেতনতামূলক একটি ফিকশনের কাজ। শটির্ফল্মটিতে বোনের ছেলে সোনাইয়ের সঙ্গে অভিনয় করাটা খুব উপভোগ করেছেন তিনি। এরই মধ্যে ধারাবাহিক নাটকে অভিনয় বন্ধ করে দিয়েছেন জ্যোতি। খÐ নাটকেও খুব ভালো গল্প না হলে কাজ করেন না। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘মূলত ছবির ব্যস্ততার কারণে অনেকগুলো ধারাবাহিক নাটকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। কারণ ধারাবাহিকে প্রচুর সময় দিতে হয়। আর খÐ নাটকের বেশির ভাগ গল্প এখন গৎবঁাধা। আমাকে যে ধরনের চরিত্রে মানাবে না সে কাজ করে দশর্কদের বিরক্ত করতে চাই না। একটি ধারাবাহিকে আমার চরিত্রটি চট্টগ্রামের ভাষায় সংলাপ বলবে। কিন্তু আমি এ ভাষা জানি না। আর তা আত্মস্থ করতে যে সময় দরকার, তাও দেবেন না পরিচালক। অনেকে হয়তো টাকা পাবেন ভেবে কাজটি করতেন, কিন্তু আমি প্রস্তাবটি বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিই। কারণ এই জায়গাটা আমি ভালোবাসি। কোনো কিছুর বিনিময়ে তা নষ্ট করব না।’