বীরের শুভ সূচনায় বুবলীর উচ্ছ্বাস

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
শবনম বুবলী
শুক্রবার মুক্তি পেয়েছে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত 'বীর' ছবিটি। এবার ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন একদিনে হওয়ায় দিনটি ছিল বেশ উৎসবমুখর। এমন দিনে শাকিব বুবলীর 'বীর' ছবিটি দর্শকের মাঝে বাড়তি বিনোদন জুগিয়েছে। প্রায় প্রতিটি প্রেক্ষাগৃহের প্রথম শো ছিল হাউজফুল। চলতি বছরে নিজের প্রথম ছবিতে দর্শকের এমন সাড়ায় বুবলী যারপরনাই উচ্ছ্বসিত। এদিকে পূর্বের ঘোষণা অনুযায়ী স্টার সিনেপেস্নক্স, বস্নকবাস্টার সিনেমা, শ্যামলী, বলাকা, মধুমিতা, পুনাম, পুরবী ও অভিসারসহ দেশে আশিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'বীর'। প্রথমদিকে ভালোবাসা ও ফাল্গুন উপলক্ষে একাধিক ছবি মুক্তির গুঞ্জন শোনা গেলেও, মুক্তি পেয়েছে কেবল এ ছবিটিই। মুক্তির আগেই 'বীর'র ট্রেলার ও পোস্টার ছিল চলচ্চিত্র ভক্তদের কাছে অন্যতম আকর্ষণ। এছাড়াও 'বীর' ছবির আইটেম গান 'মিস বুবলী'তে বুবলীকে অন্যরকমভাবে দর্শক আবিষ্কার করেছেন। গতানুগতিক আইটেম গানের পশ্চিমা সংস্কৃতির মোড়ক থেকে বের হয়ে বাঙালিয়ানার ছোঁয়া ছিল এতে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সর্বত্র বুবলীর প্রশংসা করেছে দর্শকরা। জানা গেছে, এ ছবির গল্পে শাকিবকে দেখা যাবে কয়লাখনির শ্রমিক হিসেবে। যে কিনা সময়ের সঙ্গে সঙ্গে বিদ্রোহী হয়ে উঠেন। আর বুবলীকে দেখা যাবে শাকিবের অগোছালো জীবনকে ভালোবেসে বদলে দিতে। পারিপার্শ্বিক রাজনীতির নেতিবাচক বিষয়গুলোও এ ছবির মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিচালক কাজী হায়াত। এটি তার পঞ্চাশতম চলচ্চিত্র। আর শাকিব বুবলী জুটির এগারোতম চলচ্চিত্র। বিগত কয়েক বছর ধরেই ঢাকাই চলচ্চিত্রের একমাত্র সফল জুটি তারা।