একসঙ্গে দুই বাংলায় জয়ার ছবি

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
জয়া আহসান
দুই বাংলায় সমানতালে জনপ্রিয় বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। দু'দেশের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি পাচ্ছে জয়া অভিনীত 'বিনি সুতোয়' ছবিটি। সাফটা চুক্তির আওতায় এটি বাংলাদেশে আনছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। আর পরিবেশনায় থাকছে সেলিব্রেটি প্রোডাকশন। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাকশন কাটের কর্ণধার নির্মাতা অনন্য মামুন। তিনি বলেন, "আমরা ইতোমধ্যেই তথ্য মন্ত্রণালয় থেকে ছবিটি আমদানির অনুমতিপত্র পেয়েছি। কয়েকদিনের মধ্যেই আমরা সেন্সর ছাড়পত্রের জন্য ছবিটি জমা দেব। 'বিনি সুতোয়' ছবিটি একসঙ্গে দুই দেশে মুক্তির পরিকল্পনা আছে।" মামুন আরও বলেন, 'ছবির ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান ইকো এন্টারটেইনমেন্ট এখনো এর মুক্তির তারিখ নির্ধারণ করেনি। তবে এপ্রিলের মধ্যেই ছবিটি মুক্তি দেওয়া হবে এটা নিশ্চিত।' জানা গেছে, 'বিনি সুতোয়'র বিনিময়ে বাংলাদেশ থেকে ভারত যাবে উত্তম আকাশের 'পাংকু জামাই' ছবিটি। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। এদিকে, কলকাতার নির্মাতা অতনু ঘোষের পরিচালনায় 'বিনি সুতোয়' ছবিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এর আগে, জয়া-ঋত্বিক একসঙ্গে অভিনয় করেন ইন্দ্রনীল রায় চৌধুরীর স্বল্পদৈর্ঘ্য ছবি 'ভালোবাসার শহর'-এ।