সাক্ষাৎকার

কোনো চরিত্রই ছোট নয়

জিনাত সানু স্বাগতা। মডেল ও অভিনেত্রী। বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে তার অভিনীত একাধিক ধারাবাহিক নাটক। অভিনয়ের বাইরে উপস্থাপনাও করছেন। নির্দেশনা দিচ্ছেন মঞ্চেও। সমসাময়িক নানা বিষয়ে কথা হলো তার সঙ্গে-

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
জিনাত সানু স্বাগতা
নির্দেশনায় দ্বিতীয় বার... রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য 'কালমৃগয়া' মঞ্চে নিয়ে আসছি। এটি আমার দ্বিতীয় নির্দেশনা। প্রথমবারের মতো এবারও আমার বাবার প্রতিষ্ঠিত 'আনন্দম সঙ্গীতাঙ্গন' গানের স্কুলের শিক্ষার্থীরা এতে অভিনয় করবে। প্রথমবার মঞ্চ নাটক নির্দেশনা দিয়ে দর্শকসহ সংশ্লিষ্টদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। সেই অনুপ্রেরণাতে আবারো নির্দেশনা দিচ্ছি। পরিকল্পনা আছে মার্চে নাটকটি মঞ্চে নিয়ে আসার। এখন শিল্পকলায় বিভিন্ন ফেসটিভ্যালের কারণে হল পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। এছাড়া আমারও অভিনয়ে ব্যস্ততা যাচ্ছে। মার্চে সম্ভব না হলে এপ্রিলে রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে মঞ্চায়ন করব নাটকটি। লাইট-ক্যামেরায় অভিনয়... গোলাম সোহরাব দোদুলের 'ভালোবাসার আলো আঁধার', শামীম জামানের 'চিটার ডটকম' এবং মাতিয়া বানু শুকুর 'গোলস্নাছুট' ধারাবাহিকে কাজ করছি। এখন অভিনয় আরটিভির 'সময়ের গল্প' নাটকে। তপু খানের তত্ত্বাবধানে পর্ব পরিচালনা করছেন রাইসুল ইসলাম অনিক। ধারাবাহিকের পাশাপাশি খন্ড নাটকেও কাজ করছি। এবারের ভালোবাসা দিবসে কয়েকটি খন্ড নাটকে অভিনয় করেছিলাম। ওয়েব সিরিজে... নতুন কোনো ওয়েব সিরিজে কাজ করছি না। সর্বশেষ গিয়াসউদ্দিন সেলিমের 'থ্রি কিসেস' ওয়েব সিরিজে কাজ করেছি। এটি প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ তাদের 'হৈচৈ' নামের ওয়েব পোর্টালের জন্য। এর আগে দুটি ওয়েব সিরিজে আমার কাজ করা হয়েছে। ওয়েব সিরিজের কিছু ভালো দিক আছে। প্রথমত বাজেটের দিক থেকে ওয়েব পস্ন্যাটফর্ম অনেক সমৃদ্ধ। কনটেন্টেও বৈচিত্র্য থাকে। অনেক অভিনয়শিল্পী এখন ওয়েব মাধ্যমে কাজ করছেন। চরিত্র... নির্দিষ্ট কোনো চরিত্রের প্রতি আমার দুর্বলতা নেই। যখন যে চরিত্রে অভিনয় করি তখন সেই চরিত্রই ভালোলাগে। অভিনয়ের সুযোগ থাকলে যে কোনো চরিত্রই করা হয়। আমি অভিনয়শিল্পী অভিনয় করাটাই বড় কাজ। কোনো চরিত্রই ছোট নয়। চলচ্চিত্রে ব্যস্ততা... দুটি ছবির কাজ শেষ করেছি। একটি নূরুল আলম আতিকের 'মানুষের বাগান' ও অন্যটি গিয়াসউদ্দিন সেলিমের 'পাপপুণ্য'। খুব শিগগিরই নতুন একটি ছবিতে কাজ শুরু করব। তবে শুরু হওয়ার আগে ছবিটি নিয়ে কিছুই বলতে চাই না। এতে সমস্যা হয়। উপস্থাপনা ... দীর্ঘদিন ধরে বাংলাভিশনে চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান 'সোনালী দিনের রূপালী গল্প' অনুষ্ঠানটি উপস্থাপনা করছি। প্রতি পর্বে চলচ্চিত্রের সোনালী যুগের একটি সিনেমার গল্প, গল্পের ধরন, অভিনয়শিল্পী নিয়ে আলোকপাত করা হয়। পাশাপাশি স্কিনে একটু একটু করে পুরো সিনেমা দেখানো হয়। অনুষ্ঠানটি বেশ উপভোগ্য। এছাড়া বাংলাদেশ বেতারে 'দর্পণ' নামে একটি অনুষ্ঠানও করছি। এখানে শোবিজাঙ্গনের তারকারা অতিথি হয়ে আসেন। এর আগেও আমি বেশ কিছু অনুষ্ঠান উপস্থাপনা করেছি। কখনো কখনো বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে উপস্থাপনা করে থাকি।