ছোটপর্দার অনুষ্ঠানমালা

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাভিশনে আজ সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে প্রচারিত হবে 'একুশের জন্য'। অনুষ্ঠানে একুশের কবিতা আবৃত্তি করেছেন শিমুল মুস্তাফা, আহকাম উলস্নাহ, শারমিন লাকি, নাজনীন নাজ, মেহেদী হাসান, স্রোত প্রমুখ। চ্যানেল আইতে বিকাল ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম আ মরি বাংলা ভাষা। রাজীব আহমেদের রচনায় এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয়ে শ্যামল মাওলা, বৃষ্টি, মাসুম বাশার, হিন্দোল রায় প্রমুখ। স্টার জলসায় আজ শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় প্রচার হবে ধারাবাহিক নাটক 'ময়ূরপঙ্খী'। আজ রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে নাটক 'ভাষা'। সৈয়দ মনজুরুল ইসলামের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন শাহ্‌ জামান। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, হাফিজুর রহমান সুরুজ, মনির আহমেদ শাকিল, আহসান হাবিব নাসিম, দোলন দে, তাহমিনা সুলতানা মৌ, শানারেই দেবী শানু, সূচনা শিকদার, তপন, শিশুশিল্পী তূর্যসহ অনেকে। জি বাংলায় আজ সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক 'কৃষ্ণকলি'। মেগাটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন নীল ভট্টাচার্য ও তিয়াসা রায়। অন্যান্য ভূমিকায় রয়েছেন শঙ্কর চক্রবর্তী, রিমঝিম মিত্র, চৈতালি চক্রবর্তী, মৌ ভট্টাচার্য, সঞ্জীব সরকার প্রমুখ