মুক্তির আগেই আলোচনায় 'ক্ষুদিরামের ফাঁসি'

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
'ক্ষুদিরামের ফাঁসি' ছবির একটি দৃশ্যে সুচরিতা
এখনো সেন্সর ছাড়পত্র পায়নি রাজমনি ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত 'ক্ষুদিরামের ফাঁসি' সিনেমাটি। মুক্তিযোদ্ধা ও নির্মাতা আহসান উলস্নাহ মনি পরিচালিত এ ছবিটি অনেকদিন ধরেই সেন্সরে আটকা আছে। তবে রাজমনি ফিল্ম প্রোডাকশন নামের ইউটিউব চ্যানেলে এ ছবির বেশকিছু অংশ আলাদা আলাদা করে প্রকাশ করা হয়েছে। ছবির ট্রেলার ও বেশকিছু দৃশ্য আলাদা করে প্রকাশের পর এরইমধ্যে কোটি ভিউ হয়েছে। এ বিষয়ে আহসান উলস্নাহ মনি বলেন, ''আমি অনেকদিন ধরেই ছবি নির্মাণের সঙ্গে জড়িত। 'বাল্যবিবাহ', 'ক্ষুদিরামের ফাঁসি' নামে দুটি সিনেমা সেন্সরবোর্ডে কোনো কারণ ছাড়াই অনেকদিন ধরে আটকে আছে। সিনেমাগুলো নিয়ে অযৌক্তিক কিছু যুক্তি দেখানো হয়েছে। তাই উপায় না দেখে 'ক্ষুদিরামের ফাঁসি' ছবিটি রাজমনি ফিল্ম প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে কয়েকটি খন্ডে কিছু অংশ ট্রেলারসহ প্রকাশ করি। এটি প্রকাশের পর বেশ সাড়া পাচ্ছি।'' সারাদেশে ও দেশের বাইরের অনেক দর্শক এটি দেখেছেন। সবমিলে কোটি ভিউ হয়েছে। আমি এ ছবিটি ভারতে নতুন করে নির্মাণ করছি। ভারতের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে চাই। এছাড়া বর্তমানে গণ-আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহিদ হওয়া ছাত্রনেতা ও শহিদ আমানুলস্নাহ আসাদুজ্জামান আসাদকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছি।