নচিকেতাকে উৎসর্গ করে তরুণ সিংয়ের গান

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
তরুণ সিং
উপমহাদেশের জনপ্রিয় শিল্পী নচিকেতাকে বুকে ধারণ করে গানের জগতে প্রবেশ করেছেন প্রতিশ্রম্নতিশীল কণ্ঠশিল্পী তরুণ সিং। তার প্রতিটি গানের কথা, গায়কিসহ সবকিছুতে নচিকেতার ছায়া রয়েছে। এজন্য অনেকেই তাকে নচিকেতার প্রতিচ্ছবি বলেও মন্তব্য করেন। সম্প্রতি প্রিয় শিল্পী নচিকেতাকে উৎসর্গ করে একটি গান প্রকাশ হয়েছে তার। 'বেকার ছেলে' শিরোনামের এ গানটি প্রকাশ করেছে দেশের আলোচিত অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। গানটি প্রথম কেউ শুনলে একবাক্যে বলবে এটা নচিকেতার গান; কিন্তু না, নচিকেতার ঢঙে গানটি গেয়ে প্রশংসিত হয়েছেন তরুণ। একটি ভালো গানের স্বীকৃতি পেয়েছেন ইউটিউব শ্রোতাদের মন্তব্যে। শ্রোতারা এমন আরও গান প্রত্যাশা করছেন তরুণের কাছে। 'বেকার ছেলে' গানটিতে একজন বেকারের অসহায়ত্ব এবং সমাজের বিভিন্ন সমস্যার কথা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন শিল্পী। শিল্পী তরুণ বলেন, 'গানটি শুনলে শ্রোতাদের অবশ্যই ভালো লাগবে। এখানে বেকারদের অসহায়ত্বের কথাই তুল ধরা হয়েছে। লক্ষ লক্ষ বেকারের মনের কথা বলা হয়েছে।' বর্তমানে শিল্পী বেশ কয়েকটি নতুন গানের মিউজিকের কাজ শেষ করেছেন তার মধ্যে উলেস্নখযোগ্য ঢাকার বাড়িওয়ালা, ধর্ষণ, যুদ্ধে যেতাম মুক্তির অপেক্ষায় ইত্যাদি। সুযোগ পেলে শিল্পী তার জীবনমুখী গান দিয়ে সমাজকে বদলাতে চান। উলেস্নখ্য, তরুণ সিংয়ের লেখা অনেক গান বাংলাদেশের অনেক জনপ্রিয় শিল্পীই গেয়েছেন।