দীর্ঘদিন পর একসঙ্গে জাহিদ-তারিন

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
জাহিদ হাসান ও তারিন জাহান
অনেকদিন পর আবার একসঙ্গে অভিনয় করলেন টিভি নাটকের দুই শক্তিশালী তারকা জাহিদ হাসান ও তারিন জাহান। আগামী ঈদের বিশেষ নাটক 'খুব জানতে ইচ্ছে করে'তে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাদেরকে। নাট্যকার তাবারক হোসেনের গল্প অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন যুবরাজ খান। নাটকটির নাট্যরূপ দিয়েছেন রাজিবুল ইসলাম রাজিব। এরই মধ্যে রাজধানীর অদূরে পুবাইলে অরণ্যবাস রিসোর্টে টানা দু'দিন নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ করেছেন নির্মাতা যুবরাজ খান। আগামী ঈদে আরটিভিতে প্রচারের জন্য নাটকটি নির্মিত হয়েছে বলে জানান নির্মাতা। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, 'এই নাটকে আমার সহশিল্পী তারিন। দীর্ঘদিন পর তার সঙ্গে অভিনয় করেছি। তারিন একজন সত্যিকারের অভিনয়শিল্পী। একজন সত্যিকারের মানুষ। ব্যক্তি তারিনের কথা বিশেষভাবে বলতে চাই, তারিন তার বাবা-মাকে ভীষণ টেককেয়ার করে। তাদের ব্যাপারে ভীষণ আবেগি। তারিন ভীষণ ভালো মনের মানুষ। আমি সব সময়ই তারিনের মঙ্গল কামনা করি একজন সহশিল্পী হিসেবে, তারই পরিবারের একজন বড় ভাই হিসেবে। তারিন গানও গায় চমৎকার। আমাদের নাট্যপরিবারের একজন অন্যতম ভালো মনের মানুষ তারিন। তো পরিবারে যখন একজন ভালো মানুষ থাকে, তখন নিজেরই বেশ ভালো লাগে। এই নাটকে তার চরিত্রে অসাধারণ অভিনয় করেছে। আমি খুবই আশাবাদী যে, নাটকটি দর্শকের ভালো লাগবে। যুবরাজের নির্দেশনায় এর আগেও কাজ করেছি, অনেক যত্ন নিয়ে যুবরাজ নাটকটি নির্মাণ করেছে।' তারিন বলেন, 'নাটকটির গল্প আমার কাছে খুব ভালো লেগেছে। তবে গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না। আমার ধারণা সব ধরনের দর্শকের কাছেই নাটকটি ভালো লাগবে।'