বিটিভি সংবাদে পরিবর্তনের ছোঁয়া

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
দেশের একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভির সংবাদে পরিবর্তনের ছোঁয়া এখন দৃশ্যমান। একটা সময় সব গণমাধ্যমে সংবাদ প্রচারের অনেক পরে তা বিটিভিতে প্রচার হতো। কিন্তু এখন বদলে গেছে সে দৃশ্যপট, ব্রেকিং নিউজ থেকে শুরু করে প্রচার হচ্ছে বৈচিত্র্যময় নানা সংবাদ। সংবাদের মান উন্নয়নের পাশাপাশি সংবাদ উপস্থাপনায়ও এসেছে পরিবর্তন। একঘেয়েমি দূর করতে মেধাবী ও যোগ্যদের দিয়েই পড়ানো হচ্ছে সংবাদ। পাশাপাশি কোনো অশুদ্ধ ও আঞ্চলিকতার উচ্চারণ এখন প্রচার অনুপযোগী বিটিভি সংবাদে। বার্তা শাখায় কর্মরত রিপোর্টারদেরও দেয়া হচ্ছে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ। জানা গেছে, বিটিভিতে এই প্রথম অনুপ কুমার খাস্তগীর নামের একজন পেশাদার সাংবাদিককে বিটিভির উপ-মহাপরিচালক (বার্তা) হিসেবে নিযুক্ত করার পর থেকেই এসব পরিবর্তন দেখা যাচ্ছে। বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে অনুপ কুমার খাস্তগীরকে বিটিভিতে সংযুক্তি দেওয়া হয় ৫ মাস আগে। তিনি যোগদানের পর থেকেই সংবাদের মান উন্নয়নে নিয়মিত সাপ্তাহিক মিটিং, নিউজ মনিটরিং, গ্রাফিক্স ও অ্যানিমেশন-এর উপর জোর দেওয়া হচ্ছে। বিটিভির বার্তা শাখার পরিবর্তনে সন্তোষ প্রকাশ করছেন গণমাধ্যম বোদ্ধারাও।