সাক্ষাৎকার

ইউটিউবের কল্যাণে অনেকে নিজের মেধা প্রকাশ করতে পারছেন

কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। ২০০৮ সালে 'ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ' প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে টাইম লাইনে চলে আসেন। তার সমসাময়িক অনেকেই পিছিয়ে থাকলেও সংগীতাঙ্গনে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। সম্প্রতি প্রকাশিত তার একটি গান কোটির ঘর পেরিয়েছে। গান ও সমসাময়িক নানা বিষয়ে কথা হলো তার সঙ্গে -

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
সানিয়া সুলতানা লিজা
কোটির ঘরে 'দুটি মন আর নেই দু'জনার'... সেলন মিউজিক লাউঞ্জে এখন পর্যন্ত একবারই গান গেয়েছি। গানটি হলো 'দুটি মন আর নেই দু'জনার'। যে সময়টিতে এই গানটি প্রকাশ হয়েছিল সেই সময়েই গানটি প্রায় কোটি'র পথে এগিয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে কপিরাইট জটিলতায় পড়ায় সেলনের ইউটিউব চ্যানেল থেকে এ গান সরিয়ে নিতে হয়। জটিলতা শেষ হলে আবার গানটি ইউটিউবে প্রকাশিত হয়। বিগত এক বছরে এই গান আবারো দর্শক-শ্রোতা বেশ উপভোগ করেন। চলতি সপ্তাহে গানটি এক কোটি ভিউয়ার্সেরও বেশি শ্রোতা দর্শক উপভোগ করেছেন। সেলন প্রজেক্টের কোনো গানের এবারই প্রথম কোটি ভিউয়ার্স উপভোগ করেছে। বিষয়টি সত্যিই আনন্দের। পুরনো গানের নতুন সংগীতায়োজন... কালজয়ী পুরনো গানগুলো দর্শক সব সময়ই পছন্দ করেন। তাই এখন অনেক পুরনো গানের নতুন সংগীতায়োজন হচ্ছে। এর মাধ্যমে নতুনদের কাছে ওইসব গানের পরিচিতি হচ্ছে। মৌলিকত্ব ঠিক রেখে সময়ের পরিবর্তনের সঙ্গে এটা হতে পারে। চিত্রা সিংয়ের গাওয়া বহুল জনপ্রিয় গান 'দুটি মন আর নেই দু'জনার'। আমার কণ্ঠে জনপ্রিয় কোনো পুরনো গানের নতুন করে সংগীতায়োজনে এটাই ছিল প্রথম প্রকাশ। শ্রদ্ধেয় চিত্রা সিংয়ের এ গানটি আমারও ভীষণ প্রিয়। আমিও বিভিন্ন সময়ে স্টেজ শো'তে গানটি গেয়েছি। কিন্তু নতুন করে সেলনের মিউজিক চ্যানেলের জন্য গাওয়ার পর প্রায় প্রত্যেকটি স্টেজ শো'তে এই গান আমাকে গাইতেই হয়। কনসার্ট থেকে কনসার্টে... কনসার্ট নিয়মিতই করছি। ঢাকা ও ঢাকার বাইরে অনেক কনসার্ট করছি। গেল একুশে ফেব্রম্নয়ারিতে ভারত বাংলাদেশ বর্ডার বেনাপোলে এক অনুষ্ঠানে গান করেছি। তার আগের দিন ঢাকার অদূরে আশুলিয়াতে একটি স্টেজ শো করেছি। ১৮ ফেব্রম্নয়ারি ময়মনসিংহে একটি শো করেছি। সামনে আরও বেশ কিছুদিন স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকতে হবে। 'লিজা' ইউটিউব চ্যানেল... 'লিজা' নামে ২০১৫ সালে ইউটিউব চ্যানেল খুলেছিলাম কিন্তু সচল ছিল না। মূলত এক বছর ধরে চ্যানেলটিতে গান প্রকাশ করছি। ইতোমধ্যে চ্যানেলটির সাবস্ক্রাইবার এক লাখ ছাড়িয়ে গেছে। চ্যানেলটি নিয়ে ভালো কিছু করার পরিকল্পনা আছে। ইতোমধ্যে 'এক বৃষ্টিতে', 'প্রাণ জুড়ে', 'এক যমুনা' 'আসমানী', 'প্রেম যমুনা', 'ভালোবাসি বলা হয়ে যাক', 'চাইনি এমন করে', 'বারোটি মাসে', 'তারে দেখি আমি রোদ্দুরে', 'ওরে প্রিয়া', 'মনের আঙ্গিনা'র মতো উলেস্নখযোগ্য গান প্রকাশ করেছি। শিগগিরই নতুন চারটি গান প্রকাশ করব। যার মধ্যে দুটি হচ্ছে দেশাত্ববোধক গান। একটি ফাস্ট গান এবং অন্যটি ইলেকট্রনিক ড্যান্স মিউজিক'র সং। ইউটিউবের গুরুত্ব... সময়ের পরিবর্তনে অনেক কিছুই নতুন আবিষ্কার হয়। ইউটিউব এ সময়ের নতুন আবিষ্কার। দিন দিন এর গুরুত্ব বাড়ছে। ইউটিউবে প্রকাশের জন্য শুধু গানই নয়, নাটকও তৈরি হচ্ছে। আগে অ্যালবামে গান প্রকাশ পেত, এখন ইউটিউবে প্রকাশ পায়। কিছু প্রতিভাবান শিল্পী আছেন তারা টিভি চ্যানেলে সুযোগ পায় না। ইউটিউবের কল্যাণে তারা নিজেদের মেধাকে প্রকাশ করতে পারছে। এটা খারাপ কিছু নয়। তবে ইউটিউবের ব্যবহারটা যথাযথ হতে হবে, মানসম্মত হতে হবে। অনেক ভালো ভালো শিল্পীও ইউটিউবের জন্য গান করছেন।