উচ্ছ্বসিত ববি

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
ইয়ামিন হক ববি
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববি। বেশ কিছু চলচ্চিত্র দিয়ে দর্শক চাহিদা তৈরি করতে পেরেছেন তিনি। সর্বশেষ গত বছরের জুন মাসের প্রথম সপ্তাহে 'নোলক' সিনেমায় আলো ছড়িয়েছেন গস্ন্যামার ও সুন্দর অভিনয়ে। সম্প্রতি ব্যস্ত রয়েছেন 'আকবর' নামের সিনেমা নিয়ে। এদিকে মুক্তির অনুমতি পেয়েছে তার নতুন একটি ছবি। নাম 'আমার মা'। অভিনেতা ডিএ তায়েবের বিপরীতে এই ছবিতে দেখা যাবে ববিকে। প্রথমবারের মতো সিনেমায় জুটি হয়ে আসতে চলেছেন তারা। এসজি প্রডাকশনের প্রযোজনায় 'আমার মা' ছবিটি নির্মাণ করেছেন শাহরিয়ার নাজিম জয়। এর কাহিনী, চিত্রনাট্যও লিখেছেন তিনি। গত সোমবার এই ছবি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। সেই পরিপ্রেক্ষিতে পরিচালক জানান, খুব শিগগিরই মুক্তি পাবে 'আমার মা'। ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ায় উচ্ছ্বসিত হয়েছেন ববি। সব কিছু ঠিক থাকলে এটিই হবে নতুন বছরের তার মুক্তির প্রথম ছবি। এ নিয়ে তিনি বলেন, 'কোনো ছবির প্রতি সেন্সর বোর্ডের সদস্যদের কোনো আপত্তি না থাকলে সেটি আনকাট ছাড়পত্র পায়। আর সেন্সর বোর্ড পেরুলে ছবি মুক্তির পথ খুলে যায়। 'আমার মা' ছবিটি আনকাট ছাড়পত্র পেয়েছে। খুব ভালো লাগছে খবরটি শুনে। 'ডিএ তায়েবের সঙ্গে এটা আমার প্রথম কাজ। ভালো একটি কাজ হয়েছে। আশা করছি, দর্শকরা ছবিটি দেখে পরিতৃপ্ত হবেন।' ছবিটি নিয়ে অভিনেতা ডিএ তায়েব বলেন, 'গর্ভধারিণী এক মাকে কেন্দ্র করে 'আমার মা' নির্মিত হয়েছে। এখানে পারিবারিক টানাপোড়েন ও সামজিক প্রেক্ষাপটের সমসাময়িক বিষয়গুলো তুলে ধরা হয়েছে সুনিপুণভাবে। পরিচালক খুব যত্ন নিয়ে ছবিটি তৈরি করেছেন। ববি এ সময়ের একজন জনপ্রিয় অভিনেত্রী। তাকে নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়ে চমক দিতে পারব বলে প্রত্যাশা করছি।' ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সাতবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আনোয়ারা। তিনি এবং তায়েব-ববি ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন সোহেল খান, জাহিদ হোসেন শোভন, হোমায়রা হিমু, কল্যান কোরাইয়া, মাকফুবার রহমান সুইট, জাহান এম রহমান, শরীফ সারোয়ার, মুকুল চৌধুরী এবং শিশুশিল্পী টুনটুনিসহ অনেকেই।