সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মানব ধর্মের কথা মনে করালেন নুসরাত জাহান বিনোদন ডেস্ক ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) ঘটনায় দিলিস্নতে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। অশান্ত পরিস্থিতি বিরাজ করছে সেখানে। আর এমন বিষয় নিয়ে শিক্ষার্থী, সাধারণ নাগরিকের পাশাপাশি শিল্পী সমাজও প্রতিবাদ করছেন। যেখানে থেমে থাকেননি অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। এমন পরিস্থিতিতে মানবতার বার্তা দিলেন নুসরাত জাহান। বুধবার সকালে টুইট করেছেন অভিনেত্রী। তার পোস্ট করা ছবিতে, মুসলিম আর হিন্দু দুই শব্দে 'আই' এবং 'ইউ' অক্ষর সরিয়ে নেয়া হয়েছে। আর ক্যাপশনে লেখা, 'আই' আর 'ইউ' ছাড়া সবটাই অসম্পূর্ণ। আমার দেশ জ্বলছে আর তাতে আমি কষ্ট পাচ্ছি। ভুলে গেলে চলবে না যে সবার আগে আমরা মানুষ। একই সঙ্গে গুজব কিংবা ভুয়া খবর যাতে না ছড়ায় সেই বার্তাও দিয়েছেন তিনি। অন্যদিকে, হিংসা না ছড়ানোর বার্তা আগেই দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। দিলিস্নতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে টুইট করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।