শুভ জন্মদিন মামুনুর রশীদ

প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
মামুনুর রশীদ
দেশের স্বনামধন্য নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের জন্মদিন আজ। ১৯৪৮ সালের ২৯ ফেব্রম্নয়ারি জন্মগ্রহণ করেন এ নাট্যব্যক্তিত্ব। ২৯ ফেব্রম্নয়ারিতে জন্ম হওয়ার সুবাদে প্রতি চার বছর পর পর তার জন্মদিন আসে। এ কারণে প্রতিটি জন্মদিনই বিশেষ হয়ে ওঠে তার। নাট্যাঙ্গনের কাছের মানুষজনও অপেক্ষায় থাকেন দিনটার জন্য। তাই তো মামুনুর রশীদের জন্মদিন নিয়ে তিনদিন ও ছয়দিনব্যাপী আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন করেছেন সহকর্মীরা। এতে ভীষণ উচ্ছ্বসিত মামুনুর রশীদ। নিজের জন্মদিন নিয়ে এই অভিনেতা বলেন, 'চার বছর পর পর জন্মদিন আসে আমার জীবনে। চার বছর জন্মদিনের আনন্দ না পাওয়ার যে আক্ষেপ, সেটি অনন্য হয়ে আসে, যখন জন্মদিন পাই। আপনাদের এত ভালোবাসার যোগ্য আমি কিনা, জানি না। দোয়া করবেন সব সময় যেন আপনাদের এই ভালোবাসা ও বিশ্বাসের মর্যাদা দিয়ে যেতে পারি।' নাট্যজন মামুনুর রশীদের জন্মদিন উপলক্ষে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'দ্রোহ দাহ স্বপ্নের নাট্য আয়োজন' শিরোনামের ছয় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। এ উৎসবে মামুনুর রশীদ রচিত পাঁচটি নাটকের মঞ্চায়ন হবে। পাশাপাশি থাকবে সংগীত পরিবেশনা, নৃত্য, সেমিনার, প্রদর্শনী, গ্রন্থের মোড়ক উন্মোচন, সংবর্ধনা ও থিয়েটার আড্ডা হবে। গত ২৭ ফেব্রম্নয়ারি থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত।