সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
নির্দেশনায় শাহনূর বিনোদন রিপোর্ট অবশেষে পূরণ হলো দীর্ঘদিনের স্বপ্ন। এবার পরিচালনায় নামলেন চিত্রনায়িকা শাহনূর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন তিনি। 'একটি বাংলাদেশ' শিরোনামের এ চলচ্চিত্রে অভিনয়ও করছেন তিনি। শাহনূরের ভাবনায় চলচ্চিত্রটির সংলাপ রচনা করেছেন কমল সরকার। গত ২৭ ও ২৮ ফেব্রম্নয়ারি রাজধানীর অদূরে পুবাইলে হারুনের বাড়ি শুটিং স্পটে এর শুটিং সম্পন্ন হয়। প্রথমবারের মতো নির্দেশনা প্রসঙ্গে শাহনূর বলেন, 'আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল নাটক নির্মাণ করার। কিন্তু সব মিলিয়ে আসলে ব্যাটে-বলে হয়ে উঠছিল না। শেষ পর্যন্ত এমন একটি কাজই নিজে নির্দেশনা দিলাম যার মূল ভিত্তি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 'একটি বাংলাদেশ' শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প ভাবনা অনেক আগেই আমার মাথায় এসেছিল। সেই গল্প ভাবনা নিয়েই নির্মিত হয়েছে একটি বাংলাদেশ। প্রথমবারের মতো নির্দেশনায় দিতে গিয়ে সহযোগিতা পেয়েছি ইউনিটের সবার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েই এটি নির্মিত হয়েছে। আশা করি শিশুদের জন্য নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি সবার ভালো লাগবে।' এছাড়া সম্প্রতি 'বঙ্গবন্ধু দ্য গ্রেট লিডার' নামের আরও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ করেছেন শাহনূর। এটি নির্দেশনা দিচ্ছেন তাজু কামরুল। এতে তার বিপরীতে অভিনয় করছেন আরমান পারভেজ মুরাদ। শাহনূর জানান 'একটি বাংলাদেশ' ও 'বঙ্গবন্ধু দ্য গ্রেট লিডার' তার নিজস্ব প্রযোজনা সংস্থা 'মৌ মাল্টিমিডিয়া'র ব্যানারে নির্মিত হচ্ছে।