শুভ জন্মদিন লেডি গাগা

প্রকাশ | ২৮ মার্চ ২০২০, ০০:০০

বিনোদন ডেস্ক
স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা জার্মানোটা। নাম শুনে অনেকেই হয়ত প্রশ্ন তুলতে পারেন 'তিনি আবার কে?' আসলে তিনিই লেডি গাগা। বিশ্ব সংগীতে নতুন পপ কুইন। ম্যাডোনার পর লেডি গাগাই পপ কুইনের জায়গা দখল করবেন- এমনটাই মন্তব্য সবার। খুব অল্প সময়েই নাম, যশ ও খ্যাতি পেয়ে যান এ মার্কিন তারকা। শখের বশে অভিনয় করেও বেশ আলোচনায় আসেন। অস্কার মনোনয়নও পান তিনি। আজ ৩৪ বছরে পা দিচ্ছেন এ সুপারস্টার। শুধু গান নয়, নানা কারণেই বছরজুড়ে আলোচনায় থাকেন লেডি গাগা। বিচিত্র ফ্যাশনের জন্যও তিনি বেশ আলোচিত। গানের পাশাপাশি এইডস ও বন্যার্তদের সহযোগিতাসহ নানা ধরনের সামাজিক কাজে যুক্ত তিনি। ২০১৩ সালের বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস-এর ৪৫ বছরের কম বয়সী সবচেয়ে প্রভাবশালী নারীদের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন এ গায়িকা। ১৯৮৬ সালের ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্ম লেডি গাগার। বাবা জোসেফ জার্মানোটা ইন্টারনেট ব্যবসায়ী। ছোটবেলায় রোমান ক্যাথলিকের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা শুরু করেন। পরবর্তী সময়ে থিটারের প্রতি আগ্রহী হয়ে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের থিয়েটার স্কুলে ভর্তি হন। ২০০৫ সালে মাত্র ১৯ বছর বয়সেই সংগীত জগতে যাত্রা শুরু হয় লেডি গাগার। এ পর্যন্ত প্রকাশিত তিনটি অ্যালবামই লেডি গাগাকে এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা। ২০০৮ সালে গাগার প্রথম অ্যালবাম 'দ্য ফেম' বাজারে আসে। পরের বছরই আসে তার দ্বিতীয় অ্যালবাম দ্য ফেম মনস্টার। সর্বশেষ ২০১১ সালে মুক্তি পায় গাগার তৃতীয় অ্যালবাম 'বর্ন দিস ওয়ে'। অ্যালবাম বিক্রির নতুন নতুন রেকর্ড যেমন করেছেন লেডি গাগা, তেমনি খুদে বস্নগ লেখার ওয়েবসাইট টুইটারেও জনপ্রিয়তার দিক থেকে রয়েছেন হলিউড তারকাদের মধ্যে শীর্ষে। গানের পাশাপাশি তিনি একাধিক ছবিতেও অভিনয় করেছেন।