একসঙ্গে প্রথম ইউসুফ-ঝিলিক

প্রকাশ | ২৮ মার্চ ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
ইউসুফ আহমেদ খান ও ঝিলিক, এই প্রজন্মের শ্রোতাপ্রিয় দুই সংগীতশিল্পী। দুজনই চ্যানেল আই আয়োজিত রিয়েলিটি শো 'সেরাকণ্ঠ'র মাধ্যমে সংগীতাঙ্গনে পেশাগতভাবে তাদের যাত্রা শুরু করেন। সময়ের বিবর্তনে তারা দুজনই আজ দুজনের গায়কী দিয়ে শ্রোতা দর্শকের কাছে হয়ে উঠেছেন পছন্দের কণ্ঠশিল্পী। তবে দুজন এবারই প্রথম একসঙ্গে কোনো মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন। এর আগে তারা দুজন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন শোতে অন্য শিল্পীদের গান পরিবেশন করেছেন। 'আমার মনে' শিরোনামের গানে তারা দুজন কণ্ঠ দিয়েছেন। এরইমধ্যে রাজধানীর বনানী ডিওএইচএস'-এ প্রযোজক ও সমাজসেবী মুক্তা দেব'র বাসায় গানটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। গানটি লিখেছেন ও সুরসংগীত করেছেন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন। এরইমধ্যে গানটির সবধরনের কাজ শেষে গানটি ইউসুফের নিজস্ব চ্যানেলে 'ওয়াই বিটস'-এ প্রকাশিত হয়েছে। এর আগে ইউসুফেরই গাওয়া 'অলস সময়' গানটি এই চ্যানেলে প্রকাশের মধ্যদিয়ে চ্যানেলটির যাত্রা শুরু হয়েছিল বছরের শুরুতে। গানটি লিখেছেন শাখাওয়াত হোসেন মারুফ, সুরসংগীত করেছেন ইউসুফ আহমেদ খান। 'অলস সময়' গানটির জন্য ইউসুফ বেশ সাড়া পাচ্ছেন। তবে ইউসুফ আশাবাদী 'আমার মনে' গানটির জন্য তিনি আরও বেশি সাড়া পাবেন। মাত্র তো কিছুদিন হলো গানটি প্রকাশিত হয়েছে। এরইমধ্যে দেশে করোনাভাইরাসের প্রভাবে মানুষের মনে আতঙ্ক বিরাজও করছে। কখন কী হয় তা বলা যাচ্ছে না। তারপরও মানুষ অবসরে ইউসুফ ও ঝিলিকের 'আমার মনে গানটি উপভোগ করছেন, এটাই তাদের কাছে অনেক বড় পাওয়া। ইউসুফ আহমেদ খান বলেন, 'দেশের মানুষই শুধু নয় সারা বিশ্বের মানুষ এখন করোনা ভাইরাসের কারণে ভীত। সবাই যার যার মতো করে ঘরে বসেই সময় পার করছেন। সবাই স্রষ্টাকে স্মরণ করছেন। অনেকেই সাধারণ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন। বিশ্ব আজ থমকে গেছে। কবে এই থমকে যাওয়া পরিবেশ থেকে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারব তা একমাত্র আলস্নাহই জানেন। তারপরও কিছু কিছু কাজ থেমে থাকে না। জীবনের প্রয়োজনে করেই যেতে হয়। আমার এবং ঝিলিকের গান এরপরও শ্রোতা দর্শকেরা শুনছেন, উপভোগ করছেন। তাদের ভালোলাগা মন্দলাগা প্রকাশ করছেন- এটাই অনেক বড় প্রাপ্তি।