করোনায় মারা গেলেন মার্কিন অভিনেতা মার্ক বাম

প্রকাশ | ২৮ মার্চ ২০২০, ০০:০০

বিনোদন ডেস্ক
জনপ্রিয় মার্কিন অভিনেতা মার্ক বাম প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৯। খবরটি নিশ্চিত করে মার্কের স্ত্রী জেনেট জারিস ফক্স নিউজকে বলেন, 'আমার স্বামী ২৫ মার্চ মারা গেছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। নিউ ইয়র্ক- প্রেবাইটেরিয়ান হাসপাতালে তার মৃতু্য হয়েছে।' 'স্ক্রিন অ্যাকটর গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট' সংঘের বোর্ড সদস্য ছিলেন মার্ক বাম। এই সংঘের নির্বাহী সহসভাপতি রেবেকা ড্যামন মাইক্রোবগিং সাইট টুইটারে লিখেছেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের জানানোর জন্য লিখছি, আমাদের বন্ধু ও বোর্ডের সাবেক সদস্য মার্ক বাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি স্ক্রিন অ্যাকটর গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট সংঘের একজন নিবেদিত বোর্ড সদস্য ছিলেন। ২০০৭-২০১৩ সাল পর্যন্ত তিনি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। যারা তাকে পেয়েছেন নিশ্চিত এই প্রতিভাবান অভিনেতা, দক্ষ শিক্ষক, বন্ধু, চমৎকার মানুষের সঙ্গে তাদের অসংখ্য সুখস্মৃতি লাভের সৌভাগ্য হয়েছে।' মঞ্চ অভিনেতা হিসেবেই বেশি পরিচিত ছিলেন মার্ক। তবে ডেসপারেটলি সিকিং সুজান, ক্রোকোডাইল ডান্ডী সহ বেশ কয়েকটি সিনেমাতেও তাকে দেখা গেছে। পাশাপাশি সম্প্রতি এইচবিও চ্যানেলের সাকসেশন, নেটফ্লিক্সের ইউ এবং অ্যামাজনের মোজার্ট ইন দ্য জঙ্গল সিরিজে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন এই জনপ্রিয় মার্কিন অভিনেতা।