শুভেচ্ছায় সিক্ত শাকিব খান

প্রকাশ | ২৯ মার্চ ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
শাকিব খান
জন্মদিন নিয়ে প্রতি বছর তেমন কোনো আয়োজন না রাখলেও এবার বেশ ধুমধাম করে নিজের ৪১তম জন্মদিন পালন করার কথা ছিল চিত্রনায়ক শাকিব খানের। কিন্তু করোনার কারণে গত সপ্তাহেই সিদ্ধান্ত বদল করেন তিনি। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী অনেকটা নীরবেই কেটে গেল তার এবারের জন্মদিন। গতকাল ২৮ মার্চ ছিল এ তারকার জন্মদিন। সারাটা দিন তিনি ঘরেই কাটিয়েছেন বলে জানিয়েছেন শাকিব খান। তবে আয়োজন না থাকলেও দিনভর শুভেচ্ছায় সিক্ত থাকেন তিনি। জন্মদিনের প্রথম প্রহর থেকেই ভক্ত ও কাছের মানুষদের কাছ থেকে শুভেচ্ছা ও খুদে বার্তা আসতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অসংখ্য আলাদা আলাদা পোস্ট শোভা পায় তাকে নিয়ে। সব মিলিয়ে বেশ উচ্ছ্বসিত 'বাংলার কিং খান'খ্যাত এ অভিনেতা। শাকিব খান জানান, আমার ধারণা ছিল না, নিষেধ করা সত্ত্বেও ভক্তদের কাছ থেতে এত শুভেচ্ছা পাব। আমি খুবই অভিভূত ও উচ্ছ্বসিত। আমার ভক্ত-অনুরাগীদের কাছে আমি কৃতজ্ঞ। পাশাপাশি আমি তাদেরকে অনুরোধ করব, সবাইকে সচেতন হতে হবে। তবেই বাংলাদেশ ভালো থাকবে। আমাদের দেশের অনেকেই দিন আনে দিন খায়। অনেক প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে। এসব দেখে সত্যিই ভালো লাগে। এই দুর্যোগে প্রত্যেককেই মানবিক হতে হবে।' শাকিব খান বলেন, 'দুর্যোগের সময়ে মানুষের জন্য ব্যক্তি উদ্যোগে কিছু করার জন্য নিজেকে প্রস্তুত রেখেছি। সামর্থ্য অনুযায়ী দেশের মানুষের পাশে থাকার চেষ্টা করব।' ১৯৭৯ সালের আজকের এই দিনে নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন মাসুদ রানা। এরপর চলচ্চিত্রে নাম পরিবর্তন করে রাখেন শাকিব খান। যিনি আজ হাঁটি হাঁটি পা পা করে ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক।