স্বস্তিতে স্বস্তিকা

প্রকাশ | ৩১ মার্চ ২০২০, ০০:০০

বিনোদন ডেস্ক
স্বস্তিকা মুখার্জি
টলিউডের আলোচিত তারকা স্বস্তিকা মুখার্জি। কমার্শিয়াল ছবিতে খুব একটা সুবিধা না করতে না পারলেও মনস্তাত্ত্বিক ও বিকল্প ধারার চলচ্চিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়াচ্ছেন তিনি। তবে মাঝে মাঝে বিতর্কেও জড়াচ্ছেন তিনি। সে যাই হোক, বর্তমানে বেশ মন খারাপ এই নায়িকার। কারণ, কয়েকদিন আগেই তার বাবা মারা গেছেন, প্রিয় বাবাকে হারিয়ে অনেকটা দিশাহারা হয়ে পড়েছেন তিনি। করোনা নিয়েও খুব একটা সরব দেখা যায়নি তাকে। তবে সে বিষণ্ন্ন ভাবটা কাটিয়ে স্বস্তিকার মনে স্বস্তি এনে দিল একটি খবর। খবরটি হলো সেরা অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পেলেন 'উমা বউদি' খ্যাত এই অভিনেত্রী। পুরস্কার পেয়ে আবেগাপস্নুস্নতও তিনি। সুদীপ্ত রায়ের 'কিয়া অ্যান্ড কসমস' ছবির জন্য 'ক্রিটিকস চয়েস ফিল্ম অ্যাওয়ার্ডস'-এ বাংলা সিনেমার সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেলেন স্বস্তিকা। ক্যারিয়ারের এই দারুণ প্রাপ্তি বাবা সন্তু মুখোপাধ্যায়কে উৎসর্গ করলেন অভিনেত্রী। ২৮ মার্চ ফেসবুকে 'ক্রিটিকস চয়েস ফিল্ম অ্যাওয়ার্ডস'-এ সেরা অভিনেত্রী হওয়ার খবরটি জানান স্বস্তিকা। সিনেমায় দিয়া চরিত্রটির জন্য তাকে মনোনীত করায় ধন্যবাদ জানিয়েছেন পরিচালক সুদীপ্তকে। পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন তার খুঁদে সহ-অভিনেত্রী ঋত্বিকাকে। যাকে 'কিয়া অ্যান্ড কসমস' ছবিতে স্বস্তিকার মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। গত বছর মুক্তির পর এ রকম ভালো বিষয়বস্তুর একটি ছবি সেভাবে প্রেক্ষাগৃহ না পাওয়ায় 'কিয়া অ্যান্ড কসমস'-এর প্রযোজক এবং প্রচারের দায়িত্বে যারা ছিলেন, তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন স্বস্তিকা। কিন্তু সেই হতাশা আপাতত কেটে গেছে সমালোচকদের রায়ে। তিনি তার ভক্ত অনুরাগীদের অনুরোধ জানিয়েছেন, নেটফ্লিক্সে ছবিটি দেখার জন্য। \হ