শেখ রেহানার চরিত্রে সামান্তা

প্রকাশ | ৩১ মার্চ ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
ছোট পর্দার এই সময়ের সম্ভাবনাময় একজন অভিনেত্রী সানিতা রহমান সামান্তা। যদিও অভিনয়ে জীবনে তার পথচলা শুরু হয়েছিল সাফি ইকবাল পরিচালিত 'ও সাথীরে' সিনেমাতে অপু বিশ্বাসের ছোট্টবেলার চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। এই সিনেমায় অভিনয় করেন তিনি ২০০৭ সালে। এই একযুগে অভিনয় জীবন নিয়ে উলেস্নখ করার মতো তেমন কোনো কাজ করার সুযোগ পাননি সামান্তা। তবে পেশাগতভাবে অভিনয় জীবনের শুরুর মাত্র কিছুদিনের মধ্যেই সামান্তা তার অভিনয় জীবনের সর্বোচ্চ সুযোগটিই হয়তো পেয়ে গেলেন। শ্যাম ভানেগালের নির্দেশনায় বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে সিনেমাটি নির্মাণ হওয়ার কথা রয়েছে তাতে শেখ রেহানার ছোটবেলার চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেন সামান্তা। শেখ রেহানার চরিত্রে অভিনয় করার সুযোগ ক্যারিয়ারের অন্যরকম এক সুযোগ বলে মন্তব্য করে সামান্তা বলেন, আমি নিজেকেও খুব ভাগ্যবান মনে করছি। শ্রদ্ধেয় শেখ রেহানা আপার চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়া আমার অভিনয় জীবনের অনেক বড় পাওয়া। শুধু এখন সবার কাছে দোয়া চাই, যেন আমি আমার নিজেকে এই চরিত্রে যথাযথভাবে যেন উপস্থাপন করতে পারি। দেশের এ অবস্থায় গণমাধ্যমে খবরটি প্রকাশ করার আগ্রহ ছিল না। কিন্তু তারপরও এমন একটা খবর মনের মধ্যে চাপা রাখতে পারলাম না। আমি মনে করি, অল্পদিনের অভিনয় জীবনে এটি আমার অনেক বড় প্রাপ্তি।