করোনায় প্রাণ হারালেন আরও দুই কিংবদন্তি

প্রকাশ | ৩১ মার্চ ২০২০, ০০:০০

বিনোদন ডেস্ক
প্রাণঘাতী ভাইরাস কোভিড-১৯ -এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩৪ হাজারের বেশি মানুষ। মৃতু্যর এই মিছিলে আছেন কয়েকজন তারকাও। দিন যতই যাচ্ছে, তালিকা ততই বড় হচ্ছে। এবার সে তালিকায় যুক্ত হলেন গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত গায়ক জো ডিফি ও কমেডিয়ান কেন শিমুরা। এর কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে মারা যান মার্ক বস্নুমার। গায়ক জো ডিফির বয়স হয়েছিল ৬১ বছর। গত শতাব্দীর নব্বইয়ের দশকে জো ডিফির গান থাকত চার্টবাস্টারের প্রথম দিকে। গ্র্যামিসহ মিউজিক জগতের একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। গত কয়েকদিন ধরেই অসুস্থ হয়ে পড়ে ছিলেন জো। পরে পরীক্ষায় তার দেহে করোনার সন্ধান মেলে। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু করোনাভাইরাসের সঙ্গে দুদিনের বেশি লড়াই করতে পারেননি তিনি। রোববার না ফেরার দেশে পাড়ি জমান এই গায়ক। এর আগে জো করোনায় আক্রান্ত হওয়ায় তার পরিবারকে কোয়ারেন্টিনে থাকার অনুরোধ করেন। তিনি নিজেই সেই কথা জানিয়েছিলেন। অনুরাগীদের অনুরোধ করেছিলেন করোনাভাইরাস থেকে বাঁচতে তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন ও সতর্ক থাকেন। এদিকে বাংলাদেশের দর্শকদের কাছে 'কাইশ্যা' নামে পরিচিত জাপানের কমেডিয়ান কেন শিমুরা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। জ্বর ও নিউমোনিয়ার কারণে ৭০ বছর বয়সী কেন শিমুরাকে ২০ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর তিনদিন পর করোনাভাইরাস ধরা পড়ে তার। একসময় অবস্থার অবনতি হতে থাকে তার। অবশেষে তিনিও রোববার রাতে চলে যান না ফেরার দেশে। সোমবার কেন শিমুরার মৃতু্যর খবর জানিয়েছে জাপানের ন্যাশনাল ব্রডকাস্টিং অর্গানাইজেশন। জানা গেছে, টোকিওর একটি হাসপাতালে মারা যান তিনি। তবে কোন হাসপাতালে মারা গেছেন, সেটা জানায়নি সংবাদ সংস্থাটি। কেন শিমুরা ১৯৫০ সালের ২০ ফেব্রম্নয়ারি জাপানের টোকিও শহরের হাইকমিশুরিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ সালের দিকে অভিনয়জগতে প্রবেশ করেন। বিশ্বজুড়েই কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় শিমুরা। বাংলাদেশে 'পাগলা ডিরেক্টর' নামের একটি অপেশাদার অনলাইনভিত্তিক গ্রম্নপ কেন শিমুরা অভিনীত বিভিন্ন ধারাবাহিক ডাবিং করে ফেসবুক এবং ইউটিউবে প্রচার করে। সেটি সব বয়সীর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে বাংলায় ডাবিং করা 'জীবনটা বেদনা, কিছু ভালো লাগে না' সংলাপটি দারুণ জনপ্রিয় হয়েছিল। জাপানিজ এই কমেডিয়ানের ভিডিও বাংলা ছাড়াও পৃথিবীর বিভিন্ন ভাষায় প্রচার হয়ে আসছিল। দেশের ইউটিউব চ্যানেল পাগলা ডিরেক্টর কেন শিমুরার ভিডিও বাংলায় ডাবিং করে কাইশ্যা নামে প্রচার করছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এ দেশের দর্শকের কাছে খুব জনপ্রিয় হয়েছিল তার অভিনীত ধারাবাহিকগুলো। অভিনয় দক্ষতা দিয়ে তিনি পৃথিবীর বহু মানুষকে বিনোদন দিয়ে আসছিলেন। তার মৃতু্যতে ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে অনেকে তার ছবি দিয়ে মৃতু্যর খবরে শোক বাক্য লিখেছেন। অপরদিকে গায়ক জোয়ের প্রথম অ্যালবাম ছিল 'আ থাউজেন্ট উইন্ডিং রোডস'। ১৯৯০ সালে সেটি প্রকাশিত হয়।