প্রীতমের সঙ্গে স্পর্শিয়া

প্রকাশ | ০১ এপ্রিল ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
স্পর্শিয়া
করোনা মহামারিতে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে আছে। যুক্তরাজ্য থেকে বাংলাদেশ- সবখানে ভাইরাস প্রতিরোধে নিরাপদে থাকার আকুতি। এমনই করুণ করোনাকালে অন্যরকম এক প্রেমময় বার্তা নিয়ে হাজির হলেন লন্ডনপ্রবাসী সংগীতশিল্পী প্রীতম আহমেদ এবং ঢাকার অভিনেত্রী স্পর্শিয়া। গত ৩০ মার্চ অন্তর্জালে প্রকাশ হলো প্রীতমের কথা-সুর-কণ্ঠের নতুন মিউজিক ভিডিও 'চলো একসঙ্গে বুড়ো হই'। স্থিরচিত্র দিয়ে সাজানো গানটির ভিডিওতে প্রীতমের সঙ্গে মডেল হিসেবে দেখা গেছে স্পর্শিয়াকে। জানা গেছে, এর ভিডিও তৈরি থাকলেও সেটি প্রকাশ করা হবে করোনাকাল পেরিয়ে। 'একটা জীবন ফুরিয়ে গেলে ফেরত পাবো কই/ চলো আমরা দুজন একসাথে বুড়ো হই-' এমন কথায় সাজানো গানটি প্রসঙ্গে প্রীতমের মন্তব্য এমন, 'প্রতিদিন হাজারো মানুষ মরছে। কে কখন চলে যাব কেউ জানি না। হতেও পারে এটাই আমার বা আপনার শেষ গান। তাই যতদিন বাঁচি, আসুন আপনজনের সঙ্গে বাঁচি।' লন্ডন থেকে প্রীতম আরও বলেন, 'এটা ভালোবাসা ছড়িয়ে দেওয়ার গান। প্রেরণা সংগীতও বলতে পারেন। গোটা বিশ্বের যে অবস্থা, যেদিকে যাচ্ছি আমরা, সেটি থেকে ঘুরে দাঁড়ানোর জন্য এমন প্রতিজ্ঞা আমাদের সবারই করা দরকার। করোনা দিয়ে আমরা আবারও জেনেছি, জীবন খুবই ঠুনকো। যেখানে ভালোবাসার কোনো বিকল্প নেই।