দুর্যোগ মোকাবিলায় রাজপথে আরও চার চিত্রতারকা

প্রকাশ | ০২ এপ্রিল ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রকোপ পড়েছে বাংলাদেশেও। গৃহবন্দি মানুষ, বন্ধ আছে গণপরিবহণ ও কর্মক্ষেত্র। নিম্নবিত্ত ও দিনমজুরদের আয়-রোজগারে লেগেছে ভাটার টান। কষ্টসাধ্য হয়ে পড়ছে তাদের জীবনধারণ। এমন দুর্দিনে চলচ্চিত্রাঙ্গনের বেশ কয়েকজন তারকা ব্যক্তিগত উদ্যোগে দুস্থদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তারা হলেন পপি, অপু বিশ্বাস, সাইমুন সাদিক, তানহা তাসনিয়া, মিষ্টি জান্নাত, মারজান জেনিফা ও অধরা খান। এরই মধ্যে 'পোড়ামন খ্যাত' সাইমন সাদিক প্রায় ৫০০ পরিবারকে সহায়তা করার উদ্যোগ নিয়েছেন। ঢাকা ও তার আশপাশের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্যদ্রব্যসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস প্রদান করবেন তিনি। সাইমনের এমন উদ্যোগে তার কয়েকজন বন্ধুও পাশে এসে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে সাইমন বলেন, 'আমরা খুঁজে খুঁজে দরিদ্র মানুষদেরকেই সহায়তা করব। যাতে প্রকৃত ভুক্তভোগীদের উপকার হয়। করোনাভাইরাসের কারণে সবাই ঘরে আটকে আছেন। বিশেষ করে যারা দিনে উপার্জন করে দিনে খান তারা বিপদে পড়েছেন। তাদের সহায়তা করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি।' খাদ্যদ্রব্য বিলি করার জন্য ইতোমধ্যে সাইমুন একটি পিকআপ ভাড়া করেছেন। এটি রাজধানীর পান্থপথ, ফার্মগেট, রামপুরাসহ বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে অসহায় পরিবারের হাতে ত্রাণ পৌঁছে দিবে। এর আগে সাইমন নিজের ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, 'আমি মধ্যবিত্ত, আমার সামর্থ্য আমি জানি। মন চায় খেটে খাওয়া মানুষদের জন্য অনেক কিছু করি। সাধ আছে, সামর্থ্য কম। ঐ যে মধ্যবিত্ত, সেখানেই আটকে যাই!' গত কয়েকদিন ধরে খুলনার শিববাড়ি, ইব্রাহিম মিয়া রোড, হাসানবাগ ও বুড়ো মৌলভি দরগাহর এতিমখানায় প্রায় সাড়ে তিন হাজার মাস্ক ও বেশকিছু স্যানিটাইজার বিতরণ করেছেন চিত্রনায়িকা পপি। এ বিষয়ে তিনি বলেন, 'স্যানিটাইজার বেশি দিতে পারিনি। এখানে পাওয়াও যাচ্ছে না। পরিবারের বেশ কয়েকজন মিলে এসব বিতরণ করেছি। এখানকার লোকজন করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে তেমন জানেন না। তাই ভাইরাস সম্পর্কে তাদের কিছু তথ্যও দিয়েছি।' এ অবস্থায় ঢাকাই চলচ্চিত্রের কুইনখ্যাত অভিনেত্রী অপু বিশ্বাসও হাত গুটিয়ে বসে থাকতে পারেননি। রাজধানীর বসুন্ধরা এলাকায় রিকশাচালকসহ প্রায় ১০০ জন খেটে খাওয়া মানুষের মধ্যে এসব বিলি করেন তিনি। পরে ফেসবুকে ভিডিও পোস্টে করোনা নিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। এ প্রজন্মের নায়িকা অধরা খান। সিনিয়র শিল্পীদের পাশাপাশি তিনিও রাস্তায় নেমে অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। সোমবার রাজধানীর নন্দীগ্রাম দক্ষিণ বনশ্রী এলাকার ১০০ পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি। এ বিষয়ে অধরা বলেন, 'করোনাভাইরাসের প্রভাবে সারাবিশ্ব আজ স্থবির। আমাদের দেশের সরকার সময়োপযোগী বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে। এখন নাগরিক হিসেবে সময় এসেছে বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর। আমরা যে যার জায়গা থেকে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাহলে হয়তো যে কোনো বড় ধরনের সংকট কাটিয়ে ওঠা সম্ভব।' জাতির এই ক্রান্তিকালে অভিনেত্রী মিষ্টি জান্নাত ও তার দল 'বিং হিউম্যান ডক্টর গ্রম্নপ' মিলে প্রায় এক হাজার অসচ্ছল পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করবে। আজ থেকে তারা ঢাকা ও খুলনা শহরের আশপাশের সুবিধাবঞ্চিত মানুষদের এসব বিতরণ করবেন। এ প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, 'করোনাভাইরাসের কারণে সবাই ঘরে আটকে আছেন। বিশেষ করে যারা দিন আনে দিন খায়, তারা পড়েছেন বিপদে। তাদের সহায়তা করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি।' এছাড়াও স্বল্প আয়ের শিল্পী কলাকুশলীদের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে চাল, ডাল হস্তান্তর করেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এছাড়া রাজধানীর শাহবাগে সাধারণ মানুষের মাঝে মাস্ক, গস্নাভস, সাবানসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন তিনি। চিত্রনায়িকা তানহা তাসনিয়াও জন্মদিনের আয়োজন স্থগিত রেখে, সে টাকা দিয়ে খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন। তাদের মাঝে খাবার বিতরণ করেছেন। একই পথে হেঁটেছেন আরেক চিত্রনায়িকা মারজান জেনিফাও। রোববার বিকেলে গুলশানে প্রায় ১০০ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।