সাক্ষাৎকার

সময়টা ভালোই যাচ্ছে

টেলিভিশন নাটকের আলোচিত অভিনেত্রী হুমায়রা হিমু। দু-একটি আলোচিত চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। গত মার্চের প্রথম সপ্তাহে মুক্তি পেয়েছে তার অভিনীত 'চল যাই' ছবিটি। শেষ করেছেন আরও একটি নতুন চলচ্চিত্রের শুটিং। করোনার প্রভাবে শুটিং বন্ধ থাকায় অভিনয়শিল্পীদের অনেকেই ঘরে বসে যখন দুর্যোগময় সময় পার করছেন, তখন ফুরফুরে মেজাজে ঘরের কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন টিভি নাটকের এই অভিনেত্রী। কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ০২ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
হুমায়রা হিমু
গৃহবন্দি নই... আর সবার মতো আমি গৃহবন্দি নই। লকডাউন হওয়ার পর থেকে অনেকেই ঘরে বসে অস্থির কিংবা অসহায়ত্বের সময় পার করছেন। কিন্তু আমি সারাদিন নিজেকে কাজের মধ্যে রেখেছি, তাই তড় তড় করে সময় চলে যাচ্ছে। সময়কে ধরে রাখতে পারছি না। আমার কাছে এই সময়টা খুব ভালো যাচ্ছে। শুধু এই সময়ের জন্যই নয়, শুটিং না থাকলে আমি বাসাতে প্রচুর কাজ করি। কাজ ছাড়া আমার একদম ভালো লাগে না। কোনো না কোনো কাজ আমাকে করতেই হয়। কাজের ফাঁকে ফাঁকে নাটক-সিনেমা দেখি। নানা কাজে ব্যস্ততা... এই মুহূর্তে (গতকাল দুপুর) পাখির বাসার খাঁচা পরিষ্কার করছি। এরপর ঘর পরিষ্কার করব। এইসব সাধারণ কাজ ছাড়াও কিছু ব্যতিক্রমী কাজও করতে পারি। গাড়ি ড্রাইভ করা, বাসার এসি, ইলেকট্রিসিটি, ঝরনা, কোথাও পস্নাস্টার খসে পড়লে সেটাও নিজে মেরামত করি। বাসার এ টু জেড প্রায় সব কাজই করা হয়। আমি পারতপক্ষে অন্যের দারস্থ হই না। এছাড়া হাতের সুন্দর সুন্দর কাজও করতে পারি। জুতা, গহনা, দেওয়ালে ঝুলানোর নানা আকর্ষণীয় জিনিস তৈরি করি। যারা আমার বাসায় আসেন তারা এইসব দেখে মুগ্ধ হন। বিশ্বাসই করতে চান না এগুলো আমার হাতের তৈরি। বাইরে যাওয়া হয় না... শুটিং না থাকলে আমার বাইরে যাওয়া হয় না। বাসার বাইরে গিয়ে অযথা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার অভ্যাস আমার নেই। ৬-৭ দিন ধরে সবাই ঘরে বন্দি হলেও প্রায় দুই সপ্তাহ হবে আমি বাসার বাইরে বের হইনি। আটকে আছে শুটিং... ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিক নাটকে আমার ব্যস্ততা বেশি। ধারাবাহিকের ফাঁকে সুযোগ পেলে খন্ড নাটকে কাজ করি। করোনার প্রভাবে 'বকুলপুর, 'স্বপ্ন আড্ডা', 'ইস্টি কুটুম', 'গোলস্নাছুট' শিরোনামের প্রচার চলতি ধারাবাহিক নাটকগুলোর শুটিং আটকে আছে। চলচ্চিত্র... মার্চের প্রথম দিকে আমার অভিনীত 'চল যাই' প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর পরপরই দেশে করোনার প্রভাব দেখা দেয়। ছবিটি আমি নিজেও হলে গিয়ে দেখতে পারিনি। এক বছর আগে এ ছবিতে কাজ করেছিলাম। এরপর আরেকটি নতুন ছবিতে কাজ করেছি। শুটিং শেষ হয়ে এখন ডাবিং বাকি আছে। দেওয়ান নাজমুলের পরিচালনায় 'তোরে কত ভালোবাসি' ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন সাব্বির আহমেদ।