অ্যান্ড্রু কিশোরের রেডিওথেরাপি শুরু

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
অ্যান্ড্রু কিশোর
করোনা পরিস্থিতির কারণে সহসা দেশে ফেরা হচ্ছে না বাংলাদেশের পেস্নব্যাক সম্রাটখ্যাত কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোরের। এরই মধ্যে তার রেডিওথেরাপি শুরু হয়েছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। এমন তথ্য দিয়েছেন অ্যান্ড্রু কিশোরের স্ত্রী লিপিকা অ্যান্ড্রু। তিনি জানান, প্রথম পর্যায়ের নির্ধারিত সব কেমো দেওয়ার পর পরীক্ষা হলে দেখা যায়, এখনো অ্যান্ড্রু কিশোরের শরীরে ক্যানসারের প্রভাব রয়ে গেছে। এ পর্যায়ে চিকিৎসকরা তার শরীরে নতুন করে রেডিওথেরাপি শুরু করেছেন। এপ্রিলের পুরো মাস রেডিওথেরাপি নিতে হবে। মোট ২০টি থেরাপি নেওয়ার পর চিকিৎসকরা আবারও পরীক্ষা-নিরীক্ষা করবেন। সে ক্ষেত্রে সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসে ফিরতে পারেন অ্যান্ড্রু কিশোর। লিপিকা আরও জানান, আপাতত আগের তুলনায় কিছু ভালো আছেন অ্যান্ড্রু কিশোর। হাঁটাচলা করতে পারছেন, স্বাভাবিক খাবার খাচ্ছেন। জানা গেছে, অ্যান্ড্রু কিশোর বর্তমানে নন-হজকিন লিম্ফোমা নামক বস্নাড ক্যানসারে আক্রান্ত। শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে নন-হজকিন লিম্ফোমা ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তার চিকিৎসা শুরু হয়। গত সাত মাস একনাগাড়ে তার চিকিৎসা চলে। এ রোগে জ্বর, রাতে ঘাম দেওয়া, ওজন কমে যাওয়া, খাওয়ায় অরুচি, দুর্বলতা, শ্বাসকষ্ট ইত্যাদি লক্ষণ দেখা যায়। প্রাথমিক অবস্থায় আক্রান্ত রোগীরা মুখের অভ্যন্তরে আলসার বা ঘা, মুখ ফুলে যাওয়া, চোয়াল খোলার ক্ষেত্রে সীমাবদ্ধতা, মুখের সংক্রমণ, অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা প্রভৃতি উপসর্গ থাকে। এ রোগের চিকিৎসা আছে, তবে সারা পৃথিবীতে এর চিকিৎসা ব্যয়বহুল।