সাক্ষাৎকার

সব ধরনের সতর্কতা মেনে চলছি

ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত মুখ তাসকিন রহমান। 'ঢাকা অ্যাটাক' চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পেয়েছেন তারকাখ্যাতি। খলনায়ক থেকে ইতিমধ্যেই আত্মপ্রকাশ করেছেন নায়ক হিসেবে। বর্তমানে তার হাতে রয়েছে হাফ ডজন সিনেমার কাজ। তবে করোনাভাইরাসের প্রকোপে বন্ধ আছে সব ধরনের শুটিং। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন- রায়হান রহমান

প্রকাশ | ০৬ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
সচেতন থাকার চেষ্টা করছি... করোনাভাইরাসের কারণে আমি সব ধরনের কাজ থেকে সাময়িক বিরতি নিয়েছি। সরকার ও বিশ্ব স্বাস্থ্য থেকে যে ধরনের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, সবগুলোই মেনে চলার চেষ্টা করছি। পাশাপাশি আমার আত্মীয়স্বজন ও কাছের মানুষকেও সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করেছি। গৃহবন্দি অবস্থায়... আমরা কাজের মানুষ। একদমই ঘরে বসে থাকার সুযোগ নেই। এরপরেও বর্তমান পরিস্থিতির কারণে গৃহবন্দি থাকতে হচ্ছে। কারণ আপতত সব ধরনের শুটিং বন্ধ করা হয়েছে। গত মাসে কিছু ইনডোর শুট হয়েছিল, এখন সেগুলোও বন্ধ। ফলে বাসাতেই আছি। একই সঙ্গে সবাইকে অনুরোধ করব, আপনারও খুব বেশি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আতঙ্ক নয়, সতর্কতা... দয়া করে কেউ অতঙ্কিত হবেন না, সতর্ক হোন। বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে এর ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছে। জাপান, আমেরিকা, চীন ও জার্মানির দাবি তারা অনেকটা এগিয়ে গিয়েছে। হয়তো শিগগিরই এর ভ্যাকসিন হাতে পাওয়া যাবে। তাই সবার প্রতি আবারও অনুরোধ হবে, ঘরেই থাকুন। সর্বশেষ শুটিং... করোনা পরিস্থিতি শুরু হওয়ার আগেই অপারেশন সুন্দরবনের আমার অংশের বেশির ভাগ কাজই শেষ হয়েছে। থ্রিলার ও অ্যাকশন ঘরনার ছবি হওয়ায় এখানে বেশ কসরত করে শুটিং করতে হয়েছে।র্ যাবের সত্যিকার অপারেশন নিয়ে গল্পটি তৈরি হয়েছে। তাই খুব যত্ন নিয়ে কাজটি আমরা করেছি। আমার সামান্য কিছু কাজ বাকি আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি কাজের শুটিং হবে। মাঝে কয়েকটি প্রডাক্টের জন্য ফটোশুট করেছি। এছাড়া আরও কয়েকটি ছবির কাজ চলমান ছিল। তবে করোনা পরিস্থিতিতে চলচ্চিত্রের শুটিং বন্ধ রাখায় সেসব স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এগুলোর কাজ শুরু হবে না। শিডিউলজটে পড়বে... পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শিউডিল জটের মুখে পড়তে হতে পারে। তবে বিষয়টিতে যেহেতু কারও হাত নেই, সুতরাং পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়েই সে সমস্যার সমাধান হবে। তাই এ বিষয়টি নিয়ে আপতত চিন্তা করার কিছু নেই বলেই মনে করি।