মেকআপ আর্টিস্টদের পাশে কুসুম শিকদার

প্রকাশ | ০৬ এপ্রিল ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
করোনাভাইরাসের প্রভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে নাটক-সিনেমার শুটিং। কবে থেকে আবার কাজ শুরু হবে তার কোনো ঠিক নেই। এমন অবস্থায় সবচেয়ে বেশি বিপদে রয়েছেন নাটক ও সিনেমার দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা শিল্পীরা। যারা সাধারণত ক্যামেরার বাইরে কাজ করেন। এসব অসহায় শিল্পীদের জন্য সহায়তার হাত বাড়ালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কুসুম শিকদার। 'লাল টিপ' খ্যাত এ অভিনেত্রী মেকআপ আর্টিস্টদের এক মাসের খাবারের দায়িত্ব নিয়েছেন। তিনি বলেন, 'মেকআপ আর্টিস্টরা বর্তমানে দুঃসময় পার করছেন। আমি নিজ থেকে মেকআপ আর্টিস্টদের সংগঠনের সভাপতি বাবুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি আমাকে ১৫ জনের নাম দেন। পরে তাদের সঙ্গে যোগাযোগ করে অন্তত এক মাস খাওয়ার মতো খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি।' এই অভিনেত্রী মনে করেন, 'একজন মেকআপ আর্টিস্ট শিল্পের দক্ষতা এবং মেকআপ ব্যবহার করে মডেলের সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলেন। তাদের কাজ সাধারণত একজন ফটোগ্রাফার বা ফ্যাশন ডিজাইনার তত্ত্বাবধান করে থাকেন। চলচ্চিত্র, থিয়েটার, টেলিভিশন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে মেকআপ শিল্পীদের বিশেষ ভূমিকা রয়েছে। তাদের এই দুঃসময়ে আমি সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র।'