করোনা নিয়ে আরও একটি গান

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
'জীবন হোক মানবতার, পৃথিবী হোক সহনশীলতার' এই স্স্নোগানকে বুকে ধারণ করে অধরা জাহানের কথায় ও ফরিদ আহমেদ'র সুরসংগীতে তৈরি হলো আরও করোনার গান। 'প্রকৃতির অভিমান' শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন রুমানা ইসলাম, নওরীন, চম্পা বনিক, প্রতীক হাসান, সাব্বির জামান ও মুহিন খান। এরই মধ্যে গানটির রেকর্ডিং শেষে গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। নির্দেশনা দিয়েছেন ফরিদ আহমেদ ও অধরা জাহান। গানটির মাঝখানে অধরা জাহানেরই লেখা কবিতা আবৃত্তি করেছেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন ও অধরা জাহান। গত ৫ এপ্রিল ফরিদ আহমেদ'র রেশ ফাউন্ডেশন'র ইউটিউব চ্যানেল এবং ইগলো আইসক্রিমের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি প্রসঙ্গে ফরিদ আহমেদ বলেন, 'প্রকৃতির অভিমান' একটি সময়োপযোগী গান। অধরা খুউব চমৎকার লিখেছেন। প্রত্যেক শিল্পীই যথেষ্ট আন্তরিকতা নিয়ে গানটিতে কণ্ঠ দিয়েছেন। আর বিষয়ভিত্তিক গান করার ক্ষেত্রে আমি সবসময়ই একটু বেশি সচেতন থাকার চেষ্টা করি, মনোযোগটা বেশি দেয়ার চেষ্টা করি। আর শ্রদ্ধেয় সেলিনা হোসেন আপা গানের ফাঁকে ফাঁকে আবৃত্তি করার কারণে গানটি যেন আরও বেশি অর্থবহ হয়ে উঠেছে। ধন্যবাদ অধরাকে এমন একটি গানের সাথে আমাকে সম্পৃক্ত রাখার জন্য।' অধরা বলেন, 'এই গানটি সারা পৃথিবীর মানুষের প্রতি ভালোবাসা রেখে করা। অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা ফরিদ ভাইসহ সব শিল্পীকে। কারণ তারা এই ভয়াল সময়ের মধ্যেও সময় দিয়েছেন। এই গান স্বপ্নটা জাগিয়ে রেখে আগামীর নতুন ভোরের কথা বলে, বলে সাম্যের কথা।'