কোয়ারেন্টিনের এই সময়টার যথাযথ সদ্ব্যবহার করছেন নাট্য ও চলচ্চিত্র তারকা আনিসুর রহমান মিলন। গৃহবন্দি অবস্থায় তিনি লিখে ফেললেন সিনেমার গল্প। তাও একটা নয়, তিনটা সিনেমার গল্প লিখেছেন মিলন। সিনেমাগুলোর নাম হচ্ছে 'ইয়েস', 'রেড বাক্স' এবং 'আলো'। এগুলো নির্মাণও করবেন তিনি। এমনটাই জানিয়েছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। তিনি বলেন, অভিনয়ের ফাঁকে নাটক ও বিজ্ঞাপন নির্মাণ করেছি। সেই জায়গা থেকে সিনেমা নির্মাণের ইচ্ছা অনেকদিনের। যেহেতু এখন কাজের ব্যস্ততা নেই, তাই ছবির গল্প সাজালাম। প্রযোজক পেলেই ছবি তিনটি নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।'
প্রসঙ্গত, করোনাভাইরাসে দেশে এখন পর্যন্ত ১৭ জনের মৃতু্য হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৬৪ জন। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন। ক্রমেই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে দেশব্যাপী বাড়ছে আতঙ্ক। এই পরিস্থিতিতে সরকারিভাবে সবাইকে ঘরে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd