শোক সংবাদ

প্রকাশ | ২৯ মে ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
এমএ মতিন চাঁদপুর-৫ নির্বাচনী আসনের সাবেক সংসদ সদস্য এমএ মতিন (৮৭) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার সকাল ৯টায় তিনি ঢাকা উত্তরা রেডিক্যাল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন বাদ আসর দুই দফা জানাজার নামাজ শেষে তার লাশ হাজীগঞ্জ উপজেলার টোরাগড় মুন্সি বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃতু্যতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের এক নম্বর সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, কেন্দ্রীয় বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মিন্টু। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি আনোয়ারুল হক ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীন ইসলাম রুবেলের বাবা মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল হক (৮০) বুধবার ভোর সোয়া ৫টার দিকে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন দুপুর ২টায় নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃতু্যতে শোক জানিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম প্রমুখ। বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি ফজলার রহমান রানীশংকৈল উপজেলার বড় চোপড়া নিবাসী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ ফজলার রহমান মাস্টার (৯৫) গত ২৬ মে বিকাল ৫টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১০টায় জানাজার নামাজ শেষে বনপীর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃতু্যতে শোক প্রকাশ করেন ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক এমপি অধ্যাপক ইয়াশিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না প্রমুখ। রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি অনুপমা ভৌমিক ময়য়মনসিংহ (উ.) জেলা বিএনপির সদস্য সুজিত চন্দ্র দাসের সহধর্মিণী অনুপমা ভৌমিক মুন্নী (৩৫) গত বুধবার বিকাল ৪টায় ময়মনসিংহের সায়েম ডায়াগনোস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। তিনি দীর্ঘ প্রায় ৭ বছর যাবত কিডনি রোগে ভুগছিলেন। বুধবার রাত ৯টায় তার অন্ত্যেষ্টিক্রিয়া গৌরীপুর পৌর শ্মশানে সম্পন্ন করা হয়। তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃতু্যতে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার প্রমুখ শোক প্রকাশ করেছেন। গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি