আক্রান্ত ২৫২৩ মৃত্যু ২৩ জন

সর্বোচ্চ পরীক্ষায় সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

প্রকাশ | ৩০ মে ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
করোনাভাইরাস
দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ পরীক্ষায় সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। নতুন করে ২ হাজার ৫২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২৩ জন। আগের দিনের তুলনায় করোনা শনাক্ত ও মৃতু্যর সংখ্যা বেড়েছে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার দেশে করোনায় সংক্রমিত ২ হাজার ২৯ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গেছে ১৫ জন। সব মিলে দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে মোট ৪২ হাজার ৮৪৪ জন। মারা গেছে ৫৮২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫০৯ জন। এ নিয়ে সর্বমোট ৮ হাজার ৯৩৪ জন সুস্থ হয়েছে। ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৩০১ জনের করোনা পরীক্ষা করা হয়। গতকাল ৯ হাজার ৩১০ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৭৭২টি নমুনা। দেশে এখন ৪৯টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃতু্যর ঘটনা ঘটে। করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব রক্ষা করা ও স্বাস্থ্যবিধি মানায় জোর দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, অযথা নাক-মুখ-চোখে হাত লাগাবেন না। আপনার সচেতনতাই আপনাকে বাঁচাতে পারে ভাইরাস থেকে। কোভিড যুদ্ধে বাঁচার উপায় হলো মাস্ক ব্যবহার করা।