রাজউক ভবনের একাংশ অবরুদ্ধ

প্রকাশ | ০৩ জুন ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
দুই কর্মকর্তার নতুন করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্তের পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের এনেক্স ভবনের চতুর্থ তলার একাংশ অবরুদ্ধ করা হয়েছে। রাজউকের স্থাপত্য শাখার কর্মকর্তা মোস্তাক আহমেদ এবং রাহাত মুসলেমিনের নমুনা পরীক্ষায় সোমবার করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। মঙ্গলবার রাজউকের পরিচালক (প্রশাসন) শারমিন জাহান বলেন, ওই ঘটনার পর রাজউকের চেয়ারম্যানসহ কয়েকজন কর্মকর্তা বর্তমানে বাসায় কোয়ারেন্টিনে আছেন। 'ওই দুজন কর্মকর্তার কোভিড-১৯ নিশ্চিত হওয়ার পর আমাদের সতর্ক থাকতে বলা হয়েছে। রোববার আমরা যারা তাদের সঙ্গে কাজ করেছি বা ছিলাম, তারা বাসায় অবস্থান করছি।' আক্রান্ত মোস্তাক আহমেদ জানিয়েছেন, সাধারণ ছুটি শুরুর পর বাসা থেকে আর বের হননি তিনি। তবে ঈদের আগের দিন বাসায় এক বন্ধু এসেছিলেন। ঈদের পর ওই বন্ধুর কোভিড-১৯ ধরা পড়ার বিষয়টি জানতে পারেন তিনি। এরপর রোববার নিজের নমুনা পরীক্ষা করতে দেন মোস্তাক আহমেদ। 'এমনিতেই আমার শরীরে কোনো সিম্পটম নেই, কোনো সমস্যাও নেই। পজিটিভ এসেছে, তাই বাসায় আছি। অফিসেও গিয়েছিলাম গত দুদিন। তবে কারও সংস্পর্শে যাইনি।' বাংলাদেশে মঙ্গলবার পর্যন্ত ৫২ হাজার ৪৪৫ জন কোভিড-১৯ আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ রোগে এখন পর্যন্ত মারা গেছেন ৭০৯ জন। মৃতদের মধ্যে রাজউকের সাবেক চেয়ারম্যান এম বজলুর রশিদ চৌধুরীও রয়েছেন।